• শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি যতটুকু ঐকমত্য, ততটুকুই এগোবো”—বলেন বিএনপির আমীর খসরু শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে আমতলীতে প্রভাবশালীদের জোর করে সম্পত্তি দখল অতঃপর থানায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও দোয়া/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

, ২০ আগস্ট, ২০২৪ () : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন কলেজের ছাত্র শহিদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে “শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া” অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বিএফ শাহীন কলেজের শাহীন হলে আজ এই শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার। এছাড়াও অনুষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএএফ শাহীন কলেজ ঢাকা’র একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। একই দিনে কলেজের প্রাক্তন ছাত্র ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা সিএমএইচ-এ ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শাহাদত বরণ করেন।
অনুষ্ঠানে শহিদ আহনাফ ও সাজিদকে অকুতোভয় বীর হিসেবে উল্লেখ করে কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান বলেন, ভবিষ্যতে তাদের এই আত্মত্যাগ সকল শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগাবে।
শহিদ আহনাফের মা বলেন, আজ এখানে ওর বন্ধুরা আছে কিন্তু আহনাফ নেই। আমার ছেলের জন্য আমার যেমন গর্ব হচ্ছে, তেমনি কষ্টে বুক ফেটে যাচ্ছে।
প্রধান অতিথি শহিদ আহনাফের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনসহ আহনাফের মৃত্যু দিবসকে “আহনাফ দিবস” হিসেবে কলেজে উদযাপনের ঘোষণা দেন।
এছাড়াও আহনাফের ছোট ভাইয়ের বিএএফ শাহীন কলেজ ঢাকায় বিনা বেতনে পড়াশুনার সকল দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন।
অনুষ্ঠানে শহিদ আহনাফ ও শহিদ সাজিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে শহিদ পরিবারের হাতে আর্থিক অনুদানস্বরূপ চেক হস্তান্তর করা হয়।
এছাড়াও গত ১৬ আগস্ট বিএএফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ ঢাকায় অবস্থিত সিএমএইচে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ