চেন্নাই টেস্টে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়ে আলোচনায় ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পান্ট। ভারতীয় এই ব্যাটার নিজে ক্রিজে থাকার সময়েই ঠিক করে দেন বাংলাদেশের ফিল্ড সেটআপ। এমনকি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পান্টের পরামর্শ অনুযায়ী ফিল্ড সেটআপ পরিবর্তন করেন। বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে ক্রিকেট দুনিয়ায়। এবার এ বিষয়ে মুখ খুললেন পান্ট। ভারতের তখন দ্বিতীয় ইনিংস চলছে, শান্ত ফিল্ডিং সাজাচ্ছিলেন নতুন করে। এ সময় পান্ট শান্তর দিকে তাকিয়ে বলেন, একজন ফিল্ডারকে এখানে রাখো। হাতের ইশারায় মিড উইকেটকে ইশারা করছিলেন। শান্ত পান্টের পরামর্শ মেনে মিড উইকেটে একজন ফিল্ডার নিয়ে আসেন। বিষয়টি দেখে হাসির রোল পড়ে যায়। এবার বাংলাদেশের ভুল ধরে পান্ট জানালেন, নিজের ব্যাটিংকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতেই এই কাজ করেছিলেন তিনি। সেক্ষেত্রে কাজে লাগিয়েছেন সাবেক ক্রিকেটার অজয় জাদেজার পরামর্শ। পান্ট বলেন, ‘মাঠের বাইরে অজয় জাদেজার সাথে কথা বলছিলাম। তিনি বলেছিলেন, তুমি যেখানেই যার বিপক্ষেই খেলো না কেন, ক্রিকেটের মান উন্নত হওয়া চাই। আমি দেখলাম মিড উইকেটে কোনো ফিল্ডার নেই, এক জায়গায় দুই ফিল্ডার দাঁড়িয়ে আছে। তাই আমি তাদের একজন ফিল্ডারকে সেদিকে যেতে বলি।’ চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৫১৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত, যা তাড়া করতে নেমে টাইগাররা বরণ করে ২৮০ রানের বিশাল পরাজয়। ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৪৯ রানে। তবে বাংলাদেশকে ফলো অন না করিয়ে রোহিত শর্মার দল নিজেরাই ব্যাটিংয়ে নামে। ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ঘোষণা করে নিজেদের দ্বিতীয় ইনিংস। ১ম ইনিংসের ২২৭ রানের সাথে যুক্ত হয়ে মোট লিড দাঁড়ায় ৫১৪ রান। তাতে বড় অবদান আছে পান্টেরও। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা এই উইকেটরক্ষক ব্যাটার ১২৮ বলে ১০৯ রানের ইনিংস খেলেন। এ ছাড়া সেঞ্চুরি হাঁকান শুবমান গিল। ১৭৬ বলে ১১৯ রান করে অপরাজিত থাকেন তিনি।