নিজস্ব প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় মোট ৭২ হাজার ৪৩০ শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম।
উপজেলার ৩৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৮৮টি আউটরিচ টিকা কেন্দ্র এবং ১টি স্থায়ী টিকা কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। অনলাইনে ইতোমধ্যে অধিকাংশ শিশুর নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। বাকি শিশুদের অভিভাবকদের জন্ম নিবন্ধন সনদসহ উপজেলা স্বাস্থ্য প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে UNICEF-এর সহায়তায় ২০০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৪৪০ জন স্বেচ্ছাসেবক ও টিকাদানকারীকেও প্রশিক্ষিত করা হয়েছে। পুরো কার্যক্রমে যুক্ত থাকছেন ২৩ জন স্বাস্থ্য সহকারী, ৮ জন ভ্যাকসিনেটর এবং ৩৮ জন পরিবার পরিকল্পনা মাঠকর্মী।
শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকগুলোতে টিকা প্রদান করা হবে। যারা নির্ধারিত সময় ও স্থানে টিকা নিতে পারবে না, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকা কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য সহকারী মোসা. সাবিকুন নাহার লানা জানান, “আমার কর্ম এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কাউন্সেলিং করে শিশুদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। কেউ যেন বাদ না যায় সে বিষয়ে সতর্ক আছি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, “স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার পৌরশহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলাপাড়া ইউএনও মো. কাউছার হামিদ।”
তিনি আরও বলেন, “এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সন্তানের স্বাস্থ্যের কথা চিন্তা করে টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছি।”