• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ,,,,দৈনিক ক্রাইম বাংলা বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ১৫ লাখ ডলারের জরুরি উদ্ধার সরঞ্জাম দিল চীন,,,,,দৈনিক ক্রাইম বাংলা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারা দেশে কুইক রেসপন্স টিম কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বাংলাদেশের ফিল্ডিং সাজানো নিয়ে মুখ খুললেন পান্ট,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৮ পঠিত
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

চেন্নাই টেস্টে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়ে আলোচনায় ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পান্ট। ভারতীয় এই ব্যাটার নিজে ক্রিজে থাকার সময়েই ঠিক করে দেন বাংলাদেশের ফিল্ড সেটআপ। এমনকি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পান্টের পরামর্শ অনুযায়ী ফিল্ড সেটআপ পরিবর্তন করেন। বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে ক্রিকেট দুনিয়ায়। এবার এ বিষয়ে মুখ খুললেন পান্ট। ভারতের তখন দ্বিতীয় ইনিংস চলছে, শান্ত ফিল্ডিং সাজাচ্ছিলেন নতুন করে। এ সময় পান্ট শান্তর দিকে তাকিয়ে বলেন, একজন ফিল্ডারকে এখানে রাখো। হাতের ইশারায় মিড উইকেটকে ইশারা করছিলেন। শান্ত পান্টের পরামর্শ মেনে মিড উইকেটে একজন ফিল্ডার নিয়ে আসেন। বিষয়টি দেখে হাসির রোল পড়ে যায়। এবার বাংলাদেশের ভুল ধরে পান্ট জানালেন, নিজের ব্যাটিংকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতেই এই কাজ করেছিলেন তিনি। সেক্ষেত্রে কাজে লাগিয়েছেন সাবেক ক্রিকেটার অজয় জাদেজার পরামর্শ। পান্ট বলেন, ‘মাঠের বাইরে অজয় জাদেজার সাথে কথা বলছিলাম। তিনি বলেছিলেন, তুমি যেখানেই যার বিপক্ষেই খেলো না কেন, ক্রিকেটের মান উন্নত হওয়া চাই। আমি দেখলাম মিড উইকেটে কোনো ফিল্ডার নেই, এক জায়গায় দুই ফিল্ডার দাঁড়িয়ে আছে। তাই আমি তাদের একজন ফিল্ডারকে সেদিকে যেতে বলি।’ চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৫১৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত, যা তাড়া করতে নেমে টাইগাররা বরণ করে ২৮০ রানের বিশাল পরাজয়। ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৪৯ রানে। তবে বাংলাদেশকে ফলো অন না করিয়ে রোহিত শর্মার দল নিজেরাই ব্যাটিংয়ে নামে। ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ঘোষণা করে নিজেদের দ্বিতীয় ইনিংস। ১ম ইনিংসের ২২৭ রানের সাথে যুক্ত হয়ে মোট লিড দাঁড়ায় ৫১৪ রান। তাতে বড় অবদান আছে পান্টেরও। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা এই উইকেটরক্ষক ব্যাটার ১২৮ বলে ১০৯ রানের ইনিংস খেলেন। এ ছাড়া সেঞ্চুরি হাঁকান শুবমান গিল। ১৭৬ বলে ১১৯ রান করে অপরাজিত থাকেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ