• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর কলাপাড়ায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে ৭২ হাজার ৪৩০ শিশু উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি নাসির উদ্দিন পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা/দৈনিক ক্রাইম বাংলা।। সামছুউদ্দিন রাজুকে সভাপতি ও তারিকুল ইসলাম কে সম্পাদক করে গাজীপুর জেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র’র আংশিক কমিটি গঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

নিষিদ্ধ মার্তিনেস,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১৯ পঠিত
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

অসাধারণ পারফরম্যান্সে নায়ক হওয়ার পাশাপাশি বিতর্কিত কাণ্ডেও নানা সময় আলোচনার জন্ম দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। তেমনই এক ঘটনায় এবার শাস্তি পেতে হলো তাকে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। ‘আপত্তিকর’ আচরণ এবং “ফেয়ার প্লের মৌলিক নীতি’ ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হলো ৩২ বছর বয়সী গোলকিপারকে। বিশ্বকাপ বাছাইপর্বে ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাবে না আর্জোন্টনা। আচরণবিধি ভঙ্গে ভিন্ন দুই ঘটনায় মার্তিনেসকে এই শাস্তি দিয়েছে ফিফা। গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেন মার্তিনেস। ২০২২ বিশ্বকাপ জয়ের পর তার এরকম উদযাপনের জন্যই আলোচনা-সমালোচনা হয়েছিল। এবারের উদযাপনে সেদিকেই হয়তো ইঙ্গিত করছিলেন তিনি। পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর আবার খবরের শিরোণামে আসেন মার্তিনেস। এবার একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি কারও দিকে চাপ মারছেন। জনি জ্যাকসন নামের সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেস তার গায়ে হাত তুলেছেন এবং এই ঘটনায় তিনি ‘খুবই ক্ষুব্ধ, প্রচণ্ড রুষ্ট।” আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্তিনেসের শাস্তির খবর নিশ্চিত করে। পাশাপাশি এটিও জানিয়ে দেয় যে, শাস্তির এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়। আর্জেন্টিনার ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় ও ২০২২ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল মার্তিনেসের। বিশেষ করে টাইব্রেকারে বীরোচিত পারফরম্যান্সে তিনি নিজেকে তুলে নিয়েছেন ভিন্ন উচ্চতায়। তবে বিতর্কও তার পিছু ছাড়ে না। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়া পেছনে আছে দুই পয়েন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ