• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

কলাপাড়ায় ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৯৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‘ডানা’র প্রভাবে কলাপাড়ায় রাতভর মাঝারী বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে প্রবল বাতাসসহ ভারী বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘ডানা’ পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার ভোরের মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে।
সমুদ্রের সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্নিঝড় ডানা মোকাবেলায় কলাপাড়া উপজেলায় ১৯ টি মুজিব কেল্লা সহ ১৫১টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৩ হাজার ১ শত, ৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক, নগদ অর্থ, জি আর চাল, শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্য মজুদ রাখা হয়েছে।
কুয়াকাটা সৈকতে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে মাইকিং করছে মহিপুর থানা পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে মাইকিং করে তারা। এসময় উত্তাল সমুদ্রে গোসলে থাকা অনেক পর্যটক নিরাপদে সরে যান। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পর্যটকরা যাতে উত্তাল সমুদ্রে নামতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ