• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

রুবেল বাড়ি ফিরলেন গুলিতে ক্ষত বিক্ষত লাশ হয়ে,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩৬ পঠিত
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

কিশোরগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২৪) : কিশোরগঞ্জের রুবেল। অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই ছিলেন সোচ্চার । নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন তিনি। ছিলেন অদম্য ও সাহসী।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ঢাকার মিরপুর-১৪ নম্বারের জিরো পয়েন্টে পুলিশের গুলিতে শহিদ হন তারিকুল ইসলাম রুবেল। তার হত্যাকা-ের পর পরিবার মামলা করার চেষ্টা করে। কিন্তু তারা এখনও তা করতে পারেনি।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের হাচলা গ্রামের ফরিদ উদ্দিন ও হেলেনা আক্তারের ছেলে মো. তারিকুল ইসলাম রুবেল(২৩)। চারভাই ও দ’ুবোনের মধ্যে পঞ্চম ছিলেন তিনি। ভাইদের মধ্যে তৃতীয়। দরিদ্র পরিবারের হাল ধরতে একটি ডেভলপার কোম্পানিতে চাকরি নিয়ে মিরপুর-১০ নম্বর এলাকায় থাকতেন তিনি। স্বভাবসুলভ কারণে এবার বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনতার কাতারে শামিল হয়ে অংশ নিয়েছিলেন রুবেল।

গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে ঢাকার মিরপুর এলাকা ছিল উত্তাল। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘাত সহিংসতার বলি হয় অনেকেই।  রুবেলও সেদিন মিরপুর ১৪ নম্বরের মেট্রোরেল ও বিআরটিসি এলাকায় আন্দোলনে যোগ দেন। এ সময়ে পুলিশের ছোঁড়া চারটি গুলি লাগে তার শরীরে। গুলিতে তার মগজ পর্যন্ত ছিটকে পড়ে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রতিবাদী তরুণ রুবেল।
শহিদ রুবেলের বড় ভাই জুয়েল আহমেদ বাসসকে জানান, ওই সময় কারফিউয়ের কারণে তাকে হাসপাতালেও নেওয়া যায়নি। এভাবেই গ্রামের বাড়িতে এনে তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরবর্তী সময়ে এ ঘটনায় কিশোরগঞ্জ ডিসি অফিসে গিয়ে লাশের ময়নাতদন্তের আবেদন করলেও কাজ হয়নি। থানায় মামলাও করতে পারেন নি তারা।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে।

এদিকে শহিদ রুবেলের তাড়াইলের বাড়িতে গিয়ে জানা যায়, মৃত্যুর কয়েক ঘন্টা আগেও শেষ বারের মতো মাকে ফোন করে বলেছিলেন, ‘আগামী সপ্তাহে তোমাদের দেখতে বাড়িতে আসবো মা।’ কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি রুবেলের। সপ্তাহ গড়ানোর আগেই ওইদিন শেষ রাতেই তিনি বাড়ি ফিরলেন গুলিতে ক্ষতবিক্ষত লাশ হয়ে। বিলাপ করতে করতে এমন নিষ্ঠুর ও হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দেন মা হেলেনা আক্তার(৪৫)। এ সময় বারবার বুকফাটা কান্নায় ভেঙে পড়েন শহিদ রুবেলের মা।

প্রতিবেশী ওষুধ ব্যবসায়ী ফার্মেসি মালিক সাজেদুল ইসলাম চৌধুরী বলেন, শৈশব-কৈশোর বয়স থেকেই রুবেল গ্রামবাসীর কাছে একজন প্রতিবাদী ছেলে হিসেবে পরিচিত হয়ে ওঠে। গ্রামের মানুষের যে কোনো অনিয়ম ও ব্যভিচারের বিরুদ্ধে রুবেল ছিলেন সোচ্চার কন্ঠের তরুণ।

ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা ফরিদ উদ্দিন(৫৯) কান্নাজড়িত কন্ঠে বললেন, আমার ছেলের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তাতে আমরা গর্বিত। কিন্তু আমার পরিবারের সেই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সেই আমাদের অভাবের সংসারের হাল ধরেছিল। এখন কে যোগাবে সংসারের খরচ? কে থাকবে আমাদের পাশে?

এ সময় তিনি তার সন্তানকে শহিদী মর্যাদা দেয়ার পাশাপাশি সরকারের কাছে ক্ষতিপূরণও দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ