• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

নওগাঁ জেলার মান্দায় যুবসমবায় সমিতির শুভ উদ্বোধন করলেন ডাঃ ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯০ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪


মোঃ তালহা জুবায়ের।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সন্ধ‍্যায় নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ১০নং নূরুল‍্যাবাদ ইউনিয়নের বারিল‍্যা পশ্চিমপাড়া যুবসমবায় সমিতির শুভ উদ্বোধন করেন মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম‍্যান বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয়) মান্দার মাটিও মানুষের প্রাণপ্রিয় নেতা ডাঃ ইকরামুল বারী টিপু। উদ্বোধন পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বকৃতায় ডাঃ ইকরামুল বারী টিপু বলেন সমমনা ব‍্যক্তিবর্গের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়ে উঠা সংগঠণই সমবায়। ঐক‍্যবদ্ধতায় সমবায়ের মূলনীতি।ঐক‍্য বদ্ধথেকে নিজস্ব অর্থে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড কিভাবে করা সম্ভব তার বিষদ আলোচনা করেন ডাঃ টিপু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের নওগাঁ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল মতিন।সম্মানীত অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য ডাঃ রইচ উদ্দীন মোল‍্যা এবং শ্রমিক দলের মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।প্রধান অতিথির সফর সংগী হিসাবে উপস্হিত ছিলেন মান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ‍্যুৎ, সহ-সভাপতি হায়দার আলী।সমবায় দলের রাজু আহম্মদ,মামুন সিরাজুল ইসলাম,আব্দুল‍‍্যাহ আল মাসুদ,আবুল হোসেন,হুমায়ন কবির,এমাদুল হক,শাহাবুর রহমান,বাবু,আফজাল হোসেন,সোহেলরানা। ছাত্র নেতা শরীফ, কৃষক দলের মাসুদ, শ্রমিকদলের মান্দা উপজেলা শাখার প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম,মৎস‍্যজীবি দলের রকেট,বিএনপি নেতা মোহাম্মদ আলী, আলাউদ্দীন, ইউনুস আলী প্রমুখ। সমবায়ও সমসাময়িক রাজনীতি নিয়ে বকৃতা করেন জাতীয়তাবাদী পল্লীচিকিৎসক এ‍্যাসোসিয়েশানের মিজানুর রহমান, জিয়া সাইবার ফোর্সের যুগ্মআহবায়ক রিসালাত ই সাজিদ,শ্রমিক দলের গোলাম মোর্শেদ,সমবায় দলের আলতাব হোসেন,যুবনেতা আল মামুন,মোমিন মোল‍্যা,আনারুল,স্বেচ্ছাসেবক দলের মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শামীম হোসেন সাজু, কলেজ শিক্ষক সমিতির মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ‍্যাপক নূরুল ইসলাম,বিএনপি নেতা আতিকুর রহমান টুলু সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ। সার্বিক সহযোগীতায় ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,সহ সাংগঠনিক খুশবর রহমান, সাবেক সভাপতি নাজিম সর্দার,সেচ্ছাসেবক দলের আশরাফুল ইসলাম, বিএনপি নেতা আয়নাল মাষ্টার,বাদেশ আলী, সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা রাজু, কোষাধ‍্যক্ষ সোহরাব হোসেন, সমিতির রকেট সহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ। সঞ্চালনায় জিয়াসাইবার ফোর্সের মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাংবাদিক তালহা জোবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি মোঃ হাফেজ উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ