• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

ভোলায় সিরাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসা’র সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১০৮ পঠিত
আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪


এম নজরুল ইসলাম।।

রবিবার (২৯ শে ডিসেম্বর) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের উত্তর মাথা, মা ও শিশু হসপিটাল সংলগ্ন দারসুল কুরআন মাদ্রাসা, ঢাকা এর সহযোগিতায় ,সিরাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ভোলা জেলার উদ্যোগে ৭ম হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রশান্তিময় কোরআন ২০২৪ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ী কোরআনের পাখিকে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠানে হেফজুল কুরআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপের ৯২ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার ছাত্র মুহা কামরুল ইসলাম এবং ৬ষ্ঠ স্থান অধিকার করেন আব্দুল মুমিন।
৫ পারা গ্রুপের ১২২ জন ছাত্রের মধ্যে ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার ছাত্র ৫ম স্থান অধিকার করেন মোঃ জোনায়েদ, ৬ষ্ঠ স্থান অধিকার করেন মাহমুদুল হাসান, ৭ম স্থান অধিকার করেন আব্দুল্লাহ আরাফাত সায়েম, ১৩ তম স্থান অধিকার করেন জোনাইদ বিন জাকির।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার ইত্তেহাদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব হযরত মাওলানা আনাস সাহেব, প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিচারকগণ ও প্রতিনিধিগন,বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

এই সময় প্রধান অতিথি বলেন, আল্লাহ তোমাদেরকে কোরআন মুখস্ত করার সৌভাগ্য দান করেছেন। এ পবিত্র কোরআন আমাদের জীবনযাত্রার পথপ্রদর্শক, যাকে আল্লাহ সমস্ত মানবজাতির জন্য দিকনির্দেশনা হিসেবে পাঠিয়েছেন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক যত মজবুত হবে, ততই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার পথে এগিয়ে যাব।
সব শেষে প্রধান অতিথি ও প্রধান উদ্বোধক বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।

এই বিষয়ে দৈনিক বাংলার প্রতিবেদক ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার সুযোগ্য পরিচালক জনাব আলহাজ্ব ইস্রাফিল আলমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন আমি আজ গর্বিত ও আনন্দিত আমার প্রতিষ্ঠানের সফলতার জন্য এবং পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল শিক্ষকদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং দেশ বাসির কাছে দোয়া কামনা করছেন আল্লাহ তায়ালা যাতে তার এই মেহনতকে কবুল ও মন্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ