মোঃ আলমগীর হোসাইন ঃ জেলা প্রতিনিধিপঞ্চগড়ঃ ১০সেপ্টেম্বর পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আবুল হাসনাত মোঃ সাইফুর রহমানের আহ্বানে রাত ৯ ঘটিকায় এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ মোকলেছার রহমান রেজা. সহ-সভাপতি আলহাজ্ব ইন্জিঃ সাহরিয়া আল মামুন. সহ-সভাপতি মোঃ জাহঙ্গীর আলম রিংকু. সহ-সভাপতি মোঃ বাবুল খান. যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান শামীম. সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুলাহ আল মামুন. কোষাধক্ষ মোঃ আক্তার হোসেন. সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রুবেল ইসলাম. পৌর সভাপতি মোঃ আলমগীর কবির সোহল. সাধারণ সম্পাদক রন্জন কুমার দেব সহ জেলা. উপজেলা. পৌর -ওয়ার্ডের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান সময়ে আগামী পৌর নির্বাচনকে ঘিরে জনাব মোঃ মোকলেছার রহমান রেজাকে মেয়র পদে প্রার্থী হিসেবে দেখতে চায় সকল সকল নেতা কর্মী বৃন্দ। পঞ্চগড় জেলা শাখার পৌরবাসীর দাবীকে প্রধান্য দিয়ে এই জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় সকল নেত্রীবৃ্ন্দ নিজ নিজ মতামত প্রকাশ করেন এবং আগামী ১৪ই সেপ্টেম্বর সোমবার রাত ৮ঘটিকায় আবার মিটিং আহ্ববান করে আলোচনা সভা মুলতবী ঘোষনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব আবুল হাসনাত মোঃ সাইফুর রহমান।