• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

কলাপাড়ায় স্লুইজ গেট সহ বেড়িবাঁধের বেহাল অবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৫৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
0-0x0-0-0#


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

স্লুইজ গেট সংলগ্ন বেড়িবাঁধ অর্ধ ভঙ্গুর হয়ে বেহাল অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়, জ্বলোচ্ছাস কিংবা অতিরিক্ত জোয়ারের পানিতে সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেড়িবাঁধসহ স্লুইজ গেট। এতে তলিয়ে যেতে পারে ঘর বাড়ি সহ ফসলের জমি। চরম দূভোর্গের আশংকা করছেন ওই এলাকার ১০টি গ্রামের কয়েক হাজার সাধারন মানুষ। এমন চিত্র কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ৪৭/৫ পোল্ডার নাম্বারের স্লুইজ গেট সংলগ্ন বেড়িবাঁধের। অতিদ্রুত এটাকে সংষ্কার করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, কিছুদিন পূর্বে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং অতিরিক্ত জোয়ারের পানিতে স্লুইজ গেট সংলগ্ন বেড়িবাঁধের প্রায় অর্ধেকের বেশি ভেঙ্গে গেছে। পরবর্তিতে আবারো অস্বাভাবিক জোয়ার হলেই পুরোপুরি ভেঙ্গে যেতে পারে বেড়িবাধসহ স্লুইজ গেটটি। এতে ওই ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। ফলে, কৃষি জমির চাষাবাদসহ ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে ওই এলাকার খেটে খাওয়া মানুষগুলোর।
স্থানীয় বদ্দর পহল্লান, ইব্রাহিম প্যাদা, ফরিদ বিশ্বাস ও চম্পা বেগমসহ অনেকেই জানান, স্লুইজ গেটসহ বেড়িবাধটি খুবই খারাপ অস্থায় রয়েছে। যেকোন সময় এটি সম্পূর্ণ ভেঙ্গে যাতায়তসহ গ্রামে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। এতে কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। অতিদ্রুত বেড়িবাঁধসহ স্লুইজ গেটটি সংষ্কারের দাবী জানান তারা।

0-0x0-0-0#

স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ বলেন, বেড়িবাঁধ সহ স্লুইজ গেটটি খুবই দূর্বল অবস্থায় রয়েছে। যেকোন সময়ে এটি ভেঙ্গে কয়েকটি গ্রামের মানুষ প্লাবিত হতে পারে। অতিদ্রুত এটাকে সংষ্কার করার জন্য যথাযথ কতর্ৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম বলেন, বিগত জলোচ্ছাসে চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নাম্বার স্লুইজ গেটসহ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। এটি আমরা জেনেছি। খুব দ্রুত এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ