• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু—-দৈনিক ক্রাইম বাংলা। জুলাই গণঅভ্যুত্থানের আহত গাজী সালাউদ্দিন মারা গেছেন,,, 📰 আ.লীগের লকডাউন ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসিরুদ্দীন পাটওয়ারী,, রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন,,, “গণভোট নয়, পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করাই এখন জরুরি”— তারেক রহমান,,,, বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস,, ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক,,, মানিকগঞ্জ সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের ষড়যন্ত্রে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ , মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি,,,,

কলাপাড়া উপজেলায় অবহেলা ও মানবতার দিন কাটাচ্ছে একজন গর্ভধারিনী মা । 

রিপোর্টার: / ৪৩২ পঠিত
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

মোঃ আল আমিন,  কলাপাড়া উপজেলা প্রতিনিধি ঃকলাপাড়া উপজেলার মহিপুর থানায়, ০৬ নং মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বসবাসরত মোঃ  ইয়াসিন জমাদ্দারের (৪০)এর মা  অবহেলার শিকার ও মানবতার জীবন কাটাচ্ছে, বলে   অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগী ওই মাকে তার ছেলে একটি ছাগলের ঘরে  আটকে রাখে। দৈনিক কোন খাবার দেয়া হয় না খাবারের জন্য আর্তনাদ করতে থাকে, কোন এক সময়  প্রতিবেশীরা এগিয়ে আসলে  তাদেরকে খারাপ ভাষায় গালি দিয়ে সরিয়ে দেয়। তার পুত্রবধু ঘটনাস্থলে সংবাদকর্মী গন তার ছেলেকে জিজ্ঞাসা করলে,সে কোন সদ উত্তর দিতে পারেনি। সে বলেন খাওয়া-দাওয়া করালে মলমূত্র পরিষ্কার করবে কে। তাই তাকে নিয়মিত খাবার দেয়া হচ্ছে না। আরো জানা যায় তার পুত্রবধু বিভিন্ন সময় তাকে অনেকভাবে ধিক্কার জানায়।এ এখনো মরে না কেন  বলে অনেক ভাবে তাকে মানসিক নির্যাতন চালায়। গ্রামবাসীর অভিযোগ এর ঠিকমতো খাওয়া-দাওয়া ও গোসল করানো হয় না যদি এর চিকিৎসা ও এর যত্ন নেয়া হতো তাহলে  এ হয়তো আরো সুস্থতার দিকে ধাবিত হতো। গ্রামবাসীরা জানান   ছেলে ও তার পুত্রবধূর ভয়ে সংবাদকর্মীদের সাথে মুখ খুলতে অনেকেই অপারগতা গমন করেছেন। তাই আমাদের দাবি কলাপাড়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই ভুক্তভোগীর একটু কষ্ট লাঘব হয় ও তার ছেলে ও পুত্রবধূকে আইনের আওতায় এনে বিচারের দাবি করছেন সুশীল সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ