• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদ্রাসায় না এসে ও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন প্রভাষক মাওঃ লোকমান।/দৈনিক ক্রাইম বাংলা।। মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিতা ও কেক কেটে রেইনবো এক্সক্লুসিভ (আরএফএল)-এ শো-রুম শুভ-উদ্ভোধন/দৈনিক ক্রাইম বাংলা।। রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,, বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,,

কলাপাড়া উপজেলায় অবহেলা ও মানবতার দিন কাটাচ্ছে একজন গর্ভধারিনী মা । 

রিপোর্টার: / ৪২২ পঠিত
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

মোঃ আল আমিন,  কলাপাড়া উপজেলা প্রতিনিধি ঃকলাপাড়া উপজেলার মহিপুর থানায়, ০৬ নং মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বসবাসরত মোঃ  ইয়াসিন জমাদ্দারের (৪০)এর মা  অবহেলার শিকার ও মানবতার জীবন কাটাচ্ছে, বলে   অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগী ওই মাকে তার ছেলে একটি ছাগলের ঘরে  আটকে রাখে। দৈনিক কোন খাবার দেয়া হয় না খাবারের জন্য আর্তনাদ করতে থাকে, কোন এক সময়  প্রতিবেশীরা এগিয়ে আসলে  তাদেরকে খারাপ ভাষায় গালি দিয়ে সরিয়ে দেয়। তার পুত্রবধু ঘটনাস্থলে সংবাদকর্মী গন তার ছেলেকে জিজ্ঞাসা করলে,সে কোন সদ উত্তর দিতে পারেনি। সে বলেন খাওয়া-দাওয়া করালে মলমূত্র পরিষ্কার করবে কে। তাই তাকে নিয়মিত খাবার দেয়া হচ্ছে না। আরো জানা যায় তার পুত্রবধু বিভিন্ন সময় তাকে অনেকভাবে ধিক্কার জানায়।এ এখনো মরে না কেন  বলে অনেক ভাবে তাকে মানসিক নির্যাতন চালায়। গ্রামবাসীর অভিযোগ এর ঠিকমতো খাওয়া-দাওয়া ও গোসল করানো হয় না যদি এর চিকিৎসা ও এর যত্ন নেয়া হতো তাহলে  এ হয়তো আরো সুস্থতার দিকে ধাবিত হতো। গ্রামবাসীরা জানান   ছেলে ও তার পুত্রবধূর ভয়ে সংবাদকর্মীদের সাথে মুখ খুলতে অনেকেই অপারগতা গমন করেছেন। তাই আমাদের দাবি কলাপাড়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই ভুক্তভোগীর একটু কষ্ট লাঘব হয় ও তার ছেলে ও পুত্রবধূকে আইনের আওতায় এনে বিচারের দাবি করছেন সুশীল সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ