• রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা

আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৭৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুরের কমলনগর উপজেলা ৭নং হাজির হাট ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে ২ জন দরিদ্র মানুষের কাছ থেকে প্রায় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্রের জাকির হোসেন রাজন মেম্বার। টাকা ফেরত ও প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

অসহায় এক দম্পতির সারা জীবন কাটে শারীরিক পরিশ্রমের মাধ্যমে রক্ত পানি করা উপার্জন দিয়ে। জীবনের ক্রান্তিলগ্নে এসেও কোনোরকম রাত্রিযাপন করেন পলিথিন আর বেড়ার তৈরি ঘরে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে দরিদ্র এই পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় জাকির হোসেন রাজন মেম্বার নামে এক প্রতারক।

বাঁশ ও কাপড়ের বেড়ার তৈরি ঘরে থাকে আরও একটি শ্রমিক পরিবার। ঘর পাওয়ার আশায় প্রতারণার ফাঁদে পড়ে তাকেও দিতে হয় ৪৫ হাজার টাকা। কয়েক বছর পেরিয়ে গেলেও ঘর পাওয়াতো দূরের কথা, টাকাও ফেরত পাননি তারা।

জানা যায়,সেই রাজন মেম্বার বিভিন্ন মানুষকে অল্প কিছু টাকা মাধ্যমে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

জেসমিন আক্তার নামে এক ভুক্তভোগীর অভিযোগ তার কাছ থেকে প্রায় চার বছর আগে জাকির হোসেন রাজন মেম্বার আশ্রায়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তিন ভাগে ৫০ হাজার টাকা নেন চার বছর চলে গেলেও তার ঘরটি এখনো পাইনি,অপরদিকে টাকা চাইতে গেলে অনেক হয়রানির শিকার ও খারাপ কাজের পস্তাব দেওয়া হয়।তার স্বামী মোঃ কবির হোসেন কে কয়েকবার মেম্বারের দোকানে নেওয়ার পরে রাজন মেম্বার বলেন তাদেরকে কয়েক ধাপে টাকা দিবে বলিয়া, ১১৫০০টাকার হাজির হাট সোনালী ব্যাংকের একটি চেক হাতে ধরিয়ে দেন।পরে ভুক্তভোগী কয়েকদিন ব্যাংকে গিয়েও টাকা তুলতে পারেনি, ব্যাংক একাউন্টে কোনো টাকা নাই।

ভুক্তভোগীর পরিবারের দাবি তারা সুদের উপর টাকা নিয়ে রাজন মেম্বারকে দিয়েছে একটি ঘর পাবার আশায় তারা আজ চার বছর টাকার সুদ দিতে হয়,এখন আর ঘর চাইনা।প্রশাসনের মাধ্যমে টাকা ও টাকার সুদ সহ ফেরত চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ