• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে প্রভাব নেই,, গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে,,, শুক্রবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত দুই বাংলাদেশি তরুণ,, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল,,, সহিংসতার স্থান নেই রাজনীতিতে”— অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া,, রাজনৈতিক অনিশ্চয়তা ও বিভ্রান্তিকর বার্তায় পোশাক খাতে অর্ডার সংকট,, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে পর্যটন স্পটে শিশু নিখোঁজের ঘটনা নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে: সেনাসদর

আ:লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাউফলে সকল রাজনৈতিক সংগঠনের গণ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে বিএনপির তিন গ্রুপ ও জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং গনঅধিকার পরিষদ বাউফল শাখার নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে আনন্দ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (৫ই আগষ্ট) সকাল ১০টা থেকে প্রথমে পটুয়াখালী-২ আসন বাউফলের বিএনপি দলীয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। এবং তার বাসভবনের সামনে এক আলোচনার মাধ্যমে শেষ করা হয়।

পর্যায়ক্রমে ইসলামি আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার নেতাকর্মীদের মিছিল করা হয়। এবং উপজেলা পরিষদ চত্বরে একবিশাল আলোচনার মধ্যদিয়ে শেষ করা হয়।

পরপরই কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। এবং হাসপাতাল রোড বিএনপির কার্যালয়ে এক আলোচনার মাধ্যমে শেষ করা হয়।

এরপরই উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল করা হয়। এবং উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আলোচনার মধ্যদিয়ে শেষ করা হয়।

এদিকে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বিএনপির সহ- দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে একবিশাল আনন্দ মিছিল করা হয়। এবং মিছিল শুরুর প্রথমে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা করা হয়। তার পরপরই গনঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়।

এসময় গনমিছিলে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখরিত হয়ে উঠে বাউফল পৌরশহর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ