কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীতাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে বর্ণাঢ্য র্যালি, কলাপাড়া কেন্দ্রীয় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার অভিযান ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন আয়োজনে এ অনুষ্ঠানটি উদযাপন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ূন সিকদার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীতাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম মহাসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শাহজালাল, কলাপাড়া পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। প্রধান বক্তা ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ। এসময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।