
এস এম নাসির মাহমুদ, আমতলী( বরগুনা) প্রতিনিধি।।
বরগুনা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ- সভাপতি ও আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মো, জসীম উদ্দিন ফকির উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ইলিয়াস হোসেইন হাতে ফুলেল শুভেচছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তে যোগদান করেন।
শুক্রবার (২৯ শে আগস্ট) বেলা ১১ টায় উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ের এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক আঃ মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো, মোফাজ্জেল হোসেন, পৌর জামাতের সভাপতি মো,নিজাম উদ্দিন, সেক্রেটারি মো,মোস্তাফিজুর রহমান,চওড়া ইউনিয়ন জামাত সভাপতি প্রভাষক মো, কবির হোসেন, আরপাঙ্গাসিয়া ইউনিয়ন জামাত সভাপতি মো, আতিকুর রহমান, কুকুয়া ইউনিয়ন জানাত সভাপতি প্রভাষক মো, দলিল উদ্দিন প্রমূখ।
যোগদানকৃত জামাত নবাগত সদস্য মো,জসীম উদ্দিন ফকির বলেন, আমি আল্লাহর দল জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমতলী উপজেলা বাসি আমার জন্য দোয়া করবেন।