সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ দাবি করেন। ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে আয়োজিত এ সম্মেলনে জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
দুদু অভিযোগ করেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গণহত্যা ও লুটপাট করেছেন। তিনি বলেন, “ভাবছেন ভারতে গিয়ে রক্ষা পাবেন। কিন্তু জনগণের আদালতে সেই বিচার এড়ানো সম্ভব হবে না।”
তিনি শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেন, “১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ছিল আরেকটি কালো সময়। সে সময় রক্ষীবাহিনী গড়ে তুলে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল। দুর্ভিক্ষে প্রায় ১০ লাখ মানুষ মারা গিয়েছিল। শেখ পরিবার হলো লুটেরা আর খুনিদের পরিবার।”
একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান নয়, জিয়াউর রহমান দিয়েছিলেন।
চলমান রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “চব্বিশের আন্দোলনে এক মাসে সাড়ে চার শ মানুষ শহীদ হয়েছেন। অথচ যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। বিএনপির মধ্যে লুটপাট ও দুর্নীতি নেই, জনগণ সবসময় বিএনপির সঙ্গেই আছে।”
তিনি আরও বলেন, “২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে সম্পন্ন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পরই প্রকৃত বিচার শুরু হবে।”