এস এম নাসির মাহামুদ আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে অপ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গুলিশাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।
শনিবার(২০সেপ্টেম্বর) দুপুরে আমতলী উকিলপট্রিস্থ তার নিজ চেম্বারে লিখিত বক্তব্যে বলেন গত ১৯ সেপ্টেম্বর বিভিন্ন প্রচারমাধ্যমে মাদ্রাসার খাবার খাওয়ার প্রসঙ্গ তুলে তাঁর নাম জড়িয়ে যে বিভ্রান্ত্রিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। তাহার কোন সত্যতা নাই উদেদ্দ্যেশ্য প্রনোদিত ভাবে তাকে জড়িয়ে এই অপ-প্রচার করা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন।
অ্যাডভোকেট জসিম উদ্দিন অভিযোগ করেন,সংবাদে সম্মেলনে বলেন একপাক্ষিকভাবে তাঁকে মাদ্রাসার সভাপতি হওয়ার চেষ্টা ও শালিস বৈঠকে অংশ নেওয়ার কথা বলা হলেও এর কোনো ভিত্তি নেই। তিনি কখনোই মাদ্রাসার সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি এবং কোনো শালিস বৈঠকে অংশগ্রহণও করেননি। কারন আলীম মাদ্রসার সভাপতি হওয়ার জন্য এম এ পাশ শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন সরকারী পরিপত্র অনুযাযী। অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সে নিজেকে( বিএ এল এল বি )পাশ দাবী করে বলেন এটা দ্বারাই প্রমানিত হয় আমি কখোনোই মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করিনি। প্রচার মাধ্যমে তারেক জিয়ার নির্দেশ উপেক্ষা করে আমার বিরুদ্ধে শালিস করার কথা বলা হয়েছে যাহার কোন সত্যতা নাই। প্রচার মাধ্যমে অসত্য তথ্য দিয়ে দলীয় ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য প্রতিপক্ষ এহেন অপ প্রচার চালাচ্ছেন।
তিনি আরও বলেন, এধরনের সংবাদ প্রচারের মাধ্যমে রাজনৈতিকভাবে তাঁর সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়েও ষড়যন্ত্রমূলক ভাবে প্রচার করা হচ্ছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।
অ্যাডভোকেট জসিম উদ্দিন এসময় মিথ্যাওভিত্তিহীন ভাবে অপপ্রচার বন্ধ করার দাবি জানান।