• সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘আমার ছেলেরা এটা দিয়ে দুই পয়সা রোজগার করে, তুই কেন ডিও ছাড়াইলি?/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।। মুক্তিযোদ্ধার পক্ষের দল বিএনপি – হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী শামসুন নাহার/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অপ্র-প্রচারের প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা

আমতলীতে অপ্র-প্রচারের প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৭ পঠিত
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এস এম নাসির মাহামুদ আমতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার আমতলীতে অপ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গুলিশাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।
শনিবার(২০সেপ্টেম্বর) দুপুরে আমতলী উকিলপট্রিস্থ তার নিজ চেম্বারে লিখিত বক্তব্যে বলেন গত ১৯ সেপ্টেম্বর বিভিন্ন প্রচারমাধ্যমে মাদ্রাসার খাবার খাওয়ার প্রসঙ্গ তুলে তাঁর নাম জড়িয়ে যে বিভ্রান্ত্রিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। তাহার কোন সত্যতা নাই উদেদ্দ্যেশ্য প্রনোদিত ভাবে তাকে জড়িয়ে এই অপ-প্রচার করা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন।
অ্যাডভোকেট জসিম উদ্দিন অভিযোগ করেন,সংবাদে সম্মেলনে বলেন একপাক্ষিকভাবে তাঁকে মাদ্রাসার সভাপতি হওয়ার চেষ্টা ও শালিস বৈঠকে অংশ নেওয়ার কথা বলা হলেও এর কোনো ভিত্তি নেই। তিনি কখনোই মাদ্রাসার সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি এবং কোনো শালিস বৈঠকে অংশগ্রহণও করেননি। কারন আলীম মাদ্রসার সভাপতি হওয়ার জন্য এম এ পাশ শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন সরকারী পরিপত্র অনুযাযী। অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সে নিজেকে( বিএ এল এল বি )পাশ দাবী করে বলেন এটা দ্বারাই প্রমানিত হয় আমি কখোনোই মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করিনি। প্রচার মাধ্যমে তারেক জিয়ার নির্দেশ উপেক্ষা করে আমার বিরুদ্ধে শালিস করার কথা বলা হয়েছে যাহার কোন সত্যতা নাই। প্রচার মাধ্যমে অসত্য তথ্য দিয়ে দলীয় ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য প্রতিপক্ষ এহেন অপ প্রচার চালাচ্ছেন।
তিনি আরও বলেন, এধরনের সংবাদ প্রচারের মাধ্যমে রাজনৈতিকভাবে তাঁর সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়েও ষড়যন্ত্রমূলক ভাবে প্রচার করা হচ্ছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।
অ্যাডভোকেট জসিম উদ্দিন এসময় মিথ্যাওভিত্তিহীন ভাবে অপপ্রচার বন্ধ করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ