• সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘আমার ছেলেরা এটা দিয়ে দুই পয়সা রোজগার করে, তুই কেন ডিও ছাড়াইলি?/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।। মুক্তিযোদ্ধার পক্ষের দল বিএনপি – হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী শামসুন নাহার/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অপ্র-প্রচারের প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা

আমতলীতে মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী শামসুন নাহার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৯ পঠিত
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এস এম নাসির মাহমুদ,আমতলী(বরগুনা) প্রতিনিধি।।

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা সাকিনের আব্দুর রহিম সরদারের স্ত্রী শামসুন নাহার মামলা করে বিপাকে পড়েছেন। মামলা দায়ের করায় মামলার আসামী তাকে ও তার ছেলে রাব্বি কে মারধর ও জীবন নাশের হুমকি দিচ্ছেন। মামলার অভিযোগ সুএে জানা যায়, ৩১ শে আগস্ট রবিবার দিবাগত রাত অনুমান ৮ টার সময় মামলার বাদী শামসুন নাহারের ছেলে রাব্বি নিজ আটো গাড়ি চালিয়ে প্রতিদিনের ন্যায় বাড়িতে আসার পথে ঘরামি বাড়ি পশ্চিম পাশে আসলে আটো গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে তার গতিপথ রোধ করে স্থানীয় সন্ত্রাস জিহাদ হাওলাদার ও, মাহিন সিকদার। ও চালক রাব্বি কে বেদারক মারধর করে তার ডাকচিৎকারে স্থানীয় কালাম মৃধা,ইমন জোমাদ্দার এসে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে। পরে ১১ সেপ্টেম্বর রাব্বির মা শামসুন্নাহার জিহাদ হাওলাদার কে প্রধান আসামী করে জিহাদ ও মাহিন শিকদারের নামে আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যাহার নাম্বার সি আর ১১৭৬৬/২৫ বিজ্ঞ বিচারক মামলাটি আনতলী থানা এফ আই আর রুজু করার জন্য নির্দেশ প্রদান করেন। ভুক্তভোগী শামসুন্নাহার বলেন আমি আমতলী টিএম এস এস সংস্থা থেকে লোন ছাড়াইয়া আমার পুত্র রাব্বি কে অটো গাড়ি কিনে দিয়েছে। তা দিয়ে আমাদের সংসার চলে। মামলা করায় আসামীরা আমাকে ও আমার পুত্র রাব্বি কে মারধর জীবননাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি।
আমতলী থানা অফিসার ইনচার্জ দেয়ান জগলুল হাসান বলেন মামলাটির তদন্ত চলমান রয়েছে তদন্ত শেষে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ