কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।
সংগঠনের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু। এ ছাড়া স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি কর্মশালার কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, কাজের দক্ষতা অর্জন এবং ফিল্ড ওয়ার্কিং, গ্রুপ ডিসকাশন, প্রেজেন্টেশন বিষয়ে ধারণা দেয় প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। স্বেচ্ছাসেবী কাজে সাংস্কৃতিক অঙ্গের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানজিল জামান জয় প্রমুখ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী কাজ সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। নতুন প্রজন্ম যদি সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে, তবে সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবার ভূমিকা আরও প্রসারিত হবে। কর্মশালায় সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রশ্ন করেন এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।
আয়োজকরা জানান, এ ধরনের নিয়মিত কর্মশালা সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দলগত নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজসেবা মূলক কর্মকান্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে। দিনব্যাপী এ কর্মশালায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।