কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে বিশ্ববাসীর মতোই স্বাগত জানিয়েছে কলাপাড়ার মানুষ। গাজায় টানা ১১ মাসের রক্তক্ষয়ী সংঘাত ও হাজারো প্রাণহানির পর অবশেষে যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য। শুক্রবার বাদ জুমা কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক “শান্তি সমাবেশচ্ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ প্রাঙ্গণেই সমাবেশে মিলিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে ফিলিস্তিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি যুদ্ধাহতদের দ্রুত আরোগ্য, নিহতদের রুহের মাগফিরাত এবং ফিলিস্তিনের স্থায়ী শান্তি ও ন্যায়বিচারের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান।