
মোঃ জালাল হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা উত্তর পাড়া গ্রামে গত মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে আকস্মিকভাবে লেগে যাওয়া আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করে। আগুনে পুড়ে যায় বসতবাড়ি, গরু, হাঁস–মুরগি, ধান–চাল, আসবাবপত্র, পোশাকসহ গুরুত্বপূর্ণ সব নথিপত্র।
ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামের অকিমুদ্দিন–শাহানা দম্পতি ও রফিকুল–শাহানা দম্পতি। স্থানীয়দের তথ্যমতে, বাড়ির পেছন দিক থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় এবং কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী প্রাণপণে চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছান মান্দার মাটি ও মানুষের নেতা, মানবতার ফেরিওয়ালা, নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সকল ধরনের মানবিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী সমবায় দল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। তাঁরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর ধ্বংসাবশেষ পরিদর্শন করে দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন,
“মানুষের দুঃসময়েই মানুষের আসল পরিচয় প্রকাশ পায়। বিপদের মুহূর্তে আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। ক্ষতিগ্রস্ত এই দুই পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”
ঘটনাটি স্থানীয় এলাকায় তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। এলাকাবাসী জানান, আগুন এমন দ্রুত ছড়িয়েছে যে চোখের সামনে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয়রা।
মানবিকতার জায়গা থেকে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় ডাঃ ইকরামুল বারী টিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় জনসাধারণ।