কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্ভুদ্ধ হয়ে এবং কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেনের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে ১৫ জন ব্যাক্তি বিএনপিতে যোগদান করেছেন। কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত ক্লিন ইমেজের ওই ব্যাক্তিরা শুক্রবার বেলা ১১ টায় বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
যোগদানকৃত ব্যাক্তিরা হলেন, আ.রাজ্জাক হাওলাদার, হারুন পাহলান, হানিফ, মতি হাওলাদার, জামাল হাওলাদার, আলমগীর হোসেন, মজিবুর রহমান মৃধা, নিজাম তালুকদার, মিজানুর রহমান, জয়নাল সরদার, নাসির হাওলাদার, আসুতোস তালুকদার, রত্তন তালুকদার, কেরামত হাওলাদার, হানিফ ফকির।
কলাপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাইদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার যোগদানকৃত সকলকে অভিনন্দন জানিয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।