• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,, ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার,,,, সারাদেশে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা,,, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের,,, দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,,, ১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ,,, প্রধান উপদেষ্টাকে বিবৃতিতে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর,,,, অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’,,,

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার,,,,

রিপোর্টার: / ১৫ পঠিত
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

পড়ালেখার ক্ষতি হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা

খুলনা | শনিবার, ৮ নভেম্বর ২০২৫:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনকে “অযৌক্তিক” বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত এই সভায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।

উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন,

> “সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেড থেকে একবারে ১০ম গ্রেডে যাওয়ার দাবি তুলেছেন, কিন্তু সেটি বাস্তবসম্মত নয়। সদ্য প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকের সংখ্যা অনেক বেশি—তাই এখনই তাদের সেই গ্রেড দেওয়া সম্ভব নয়।”

 

তিনি আরও বলেন,

> “স্বাধীন দেশের নাগরিক হিসেবে শিক্ষকরা দাবি জানাতে পারেন, কিন্তু সেই দাবি আদায়ের নামে যদি বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমে বিঘ্ন ঘটে, তাহলে সরকার কঠোর অবস্থান নেবে।”

 

অধ্যাপক বিধান রঞ্জন জানান, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে কাজ চলছে, যাতে তাদের আর্থিক ও পেশাগত মর্যাদা ধীরে ধীরে উন্নত হয়।

এর আগে সকালে “প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা,

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল,

এবং খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন—
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম,
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন আকতার,
ও সাতক্ষীরা জেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোজাফফর উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ