• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,, ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার,,,, সারাদেশে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা,,, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের,,, দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,,, ১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ,,, প্রধান উপদেষ্টাকে বিবৃতিতে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর,,,, অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’,,,

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,,

রিপোর্টার: / ১৪ পঠিত
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

 

‘ইশতেহারের চেয়ে ভোটের পরিবেশ সৃষ্টি করাই এখন গুরুত্বপূর্ণ’

ঢাকা | শনিবার, ৮ নভেম্বর ২০২৫:
বিএনপি ক্ষমতায় গেলে মাত্র ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি বিস্তারিত ও বাস্তবভিত্তিক পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন,

> “নির্বাচনের আগে ইশতেহার প্রকাশের চেয়ে ভোটের পরিবেশ সৃষ্টি করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আসলে কতটা ইশতেহার পড়ে ভোট দেয়, তা নিয়েও প্রশ্ন আছে। গণতন্ত্রের আসল চেতনা হলো নিয়মিত আলোচনা ও জনগণের কথা বলা।”

 

তিনি আরও উল্লেখ করেন,

> “আট বছর আগে বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ উপস্থাপন করেছিলেন। সময়ের পরিবর্তন বিবেচনায় আমরা ২৭ দফা ও পরে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি—যা সরাসরি জনগণের মতামতের ভিত্তিতেই প্রণয়ন করা হয়েছে।”

 

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক ঐকমত্য বজায় রাখার গুরুত্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

> “দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতেই সনদ সই হয়েছে। ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হবে। ঐকমত্য ভেঙে নতুন ইস্যু তোলা মানে সেই ঐক্যের প্রতি অসম্মান,”—যোগ করেন তিনি।

 

সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন,

> “দীর্ঘদিনের ক্ষমতাসীন শাসনে অনেকের মধ্যে স্বৈরাচারী মানসিকতা গড়ে উঠেছে। কিছু রাজনৈতিক দল জোর করে নিজেদের দাবি চাপিয়ে দিতে চায়। কিন্তু সনদ বাস্তবায়নও ঐকমত্যের ভিত্তিতেই হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে অন্যদের ওপর চাপ প্রয়োগ করা উচিত নয়।”

 

তিনি আরও প্রশ্ন তোলেন—

> “যারা নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে চায়, তারা কি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে? এমন প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ