
এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের নির্দেশে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সহধর্মিণী সালমা আলম লিলি।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল সংলগ্ন বাজারে প্রথমে নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের শীষের স্লোগান দিয়ে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে পথসভা করা হয়।
পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ শাহিন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ সহ বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সদস্য ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালমা আলম লিলি উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা বিএনপি নেতা শাহ আলম মেম্বার, বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন প্রমূখ।
এছাড়াও পৌর বিএনপি ও উপজেলা বিএনপি সহ দাসপাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।