• বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,,

রিপোর্টার: / ১৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের বিপরীতে ইউ-লুপ ব্রিজের নিচে পার্কিং করা ভিক্টর পরিবহনের একটি বাসে বুধবার রাত ১০টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কিং করে রাখা বাস থেকে প্রথমে ধোঁয়া, পরে আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের মানুষ নিরাপদ দূরত্বে সরে যায়। আগুন লাগার কিছুক্ষণ পর বাসটির ভেতর থেকে কয়েকটি বিস্ফোরণের আওয়াজও শোনা যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। কীভাবে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হয়নি।

ঘটনার পর হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, “বাসটি কেন বা কীভাবে পুড়ল, সেটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।” পুলিশের উপস্থিত কর্মকর্তারা প্রাথমিকভাবে কোনো কারণ নিশ্চিত করতে পারেননি।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। এর আগের দিন আগারগাঁওয়ে একটি গাড়িতে আগুন, ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন, নওগাঁর রাণীনগর ও ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। এসব ঘটনার তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ রামপুরার ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। বাসটিতে অগ্নিসংযোগটি পরিকল্পিত নাশকতা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ