
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
সংবাদ:
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গভীর সাগরে সকল প্রকার মাছ ধরার নৌকা ও ট্রলারকে না যেতে বলা হয়েছে।
শুক্রবার প্রকাশিত বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তি (ক্রমিক ০৬) অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কার উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ শুক্রবার দুপুর ১২টার তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল—
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে,
কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কিমি দক্ষিণ-পশ্চিমে,
মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিমি দক্ষিণ-পশ্চিমে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলে সাগর অত্যন্ত উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।