• রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা

পুনর্মিলনী অনুষ্ঠান ১১-১৩ ব্যাচের বরিশাল বিভাগীয় / দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪২ পঠিত
আপডেট: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

রাজিব তাজ // বন্ধুতের বন্ধন, অটুট থাকুক চিরদিন। এই স্লোগানকে সামনে নিয়ে নতুন করে পথচলা শুরু করলো বরিশাল বিভাগীয় ১১-১৩ ব্যাচ।

১১-১৩ ব্যাচের সকল বন্ধুরা মিলে বরিশাল জেলার অন্যতম পিকনিক স্পট নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন’এ বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলার বন্ধুরা এসে মিলিত হয় আজ। সকলে সকলের সাথে পরিচিতি পর্ব দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করা হয় এবং কেক কাটার মাধ্যমে অনুষ্টানের আনুষ্ঠানিকতা শুরু করেন ১১-১৩ ব্যাচ। এরপর হাসি আনন্দে উল্লাসে কাটে প্রতিটা ক্ষন এবং সকলে এই বন্ধনে একত্রে থাকার আহবান জানিয়ে বলেন, আমাদের এই বন্ধন আজীবন এভাবেই যেনো থাকে, এভাবেই হাসি মুখে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি।

অদ্য ১১-১৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের মুল আয়োজক হিসেবে বিগত দের মাস অক্লান্ত পরিশ্রমে যারা আজকের এই দিনটি ১১-১৩ ব্যাচ’কে উপহার দিলেন, মোঃ রায়হান, মাসুম, রিমন, শাওন, আল আমিন, মেহেদি, রিজন, সানভি, ইরা, রুপা, প্রিন্স, সোলায়মান প্রমুখ ।

শুক্রবার নামাজের বিরতির পর খাবার পরিবেশন করে কনসার্ট’র আয়োজন করা হয়, এবং সকল বন্ধুরা মিলে মন খুলে গান গাওয়া ও হাসি আনন্দে কাটিয়ে দেয় প্রতিটি প্রহর।

রায়হান’র সাথে কথা বলে জানা যায়, এই ১১-১৩ ব্যাচ মানুষের পাশে দাড়ানোর জন্যই আমাদের এই অটূট বন্ধন। অসহায়, গরিব, দুঃখিদের পাশে দাড়িয়ে, তাদের কে সহযোগিতা করার মাধ্যমেই আমাদের স্বার্থকতা।

মাসুম ও মেহেদি জানান, আমাদের এই ১১-১৩ ব্যাচের বন্ধুত্ব সম্পর্ক ধরে রাখার জন্যই আজকের এই আয়োজন, আমরা চাই এই সম্পর্ক এভাবেই থাকুক আজীবন অমলিন।

সর্বপরি সন্ধা ঘনিয়ে আসার পরক্ষণেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে আপন ঠিকানায় চলে গেল সবাই, রেখে গেলো কিছু স্মৃতি, যা কখনও ভূলার নয়, অশ্রু টলটল করছিলো বন্ধুত্বের চোখে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে একই ধ্বনি ছিলো, ১১-১৩ বন্ধুত্ব আজীবন অটুট থাকুক, মিশে থাকুক সবার প্রানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ