নিজস্ব প্রতিবেদক,
একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু
জাতীয় সংসদ নির্বাচন ও রমজান মাস সামনে রেখে অমর একুশে বইমেলা এ বছর আগেভাগেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা অংশ নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হওয়ার সম্ভাবনা এবং তার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি থাকায় মেলার সময় এগিয়ে আনা হয়েছে।
বাংলা একাডেমির কর্মকর্তারা জানান, ১৯৮৩ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ হয়েছিল। পরবর্তী সময়ে কেবল কোভিড মহামারীর সময়সূচি পরিবর্তন করে মেলা মার্চে অনুষ্ঠিত হয়। তবে এবারের বিশেষ পরিস্থিতিতে ডিসেম্বর মাসে মেলা বসতে যাচ্ছে, যা একই ক্যালেন্ডার বছরে দুইবার বইমেলা আয়োজনের নজির তৈরি করবে।
অমর একুশে বইমেলার সূচনা হয়েছিল ১৯৭২ সালের ভাষা দিবসে, যখন মুক্তধারার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির ফটকে বই বিক্রি শুরু করেন। ১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমি নিয়মিতভাবে ‘অমর একুশে গ্রন্থমেলা’ আয়োজন করে আসছে, যা ২০২১ সাল থেকে ‘অমর একুশে বইমেলা’ নামে পরিচিত। বর্তমানে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সমানতালে আয়োজন করা হয় এ মেলা।