
সারা দেশের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত
সারা দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট ভবনে অনুষ্ঠিত ওই সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় মোট ২০টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল — বিচারকদের পদোন্নতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আলোচিত রেইনট্রি মামলার বিচারক কামরুন্নাহারকে পুনরায় বিচারিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটিকে দায়িত্ব প্রদান।
পদোন্নতির তালিকা যাচ্ছে আইন মন্ত্রণালয়ে
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, ফুলকোর্ট সভায় অনুমোদিত পদোন্নতির তালিকা দ্রুতই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলে এসব বিচারকের পদোন্নতি কার্যকর হবে।
নতুন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
একইদিনে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ২০২৪ সালে মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই বছরের ১৩ আগস্ট আরও নয়জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে
আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বিচারকদের এই পদোন্নতি দেশের বিচার প্রশাসনে গতি ও সক্ষমতা বৃদ্ধি করবে। এতে জেলা পর্যায়ে মামলা নিষ্পত্তির গতি আরও বাড়বে এবং বিচারক সংকট অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।