• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত, বাড়বে মামলার গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা আলোচনা চলাকালীন ইসলামী দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ’: ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশন যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন না করে, তবে দেশ আবারও সংকট ও ফ্যাসিবাদের মুখোমুখি হতে পারে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আশঙ্কা ব্যক্ত করেন।

তিনি বলেন, বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় নির্বাচন হলে তা জনগণের প্রত্যাশা পূরণ করবে না, বরং ‘আরেকটি হাসিনার জন্ম’ হবে। তার মতে, বিচারপতি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবচেয়ে উপযুক্ত, এবং এই সনদকে আইনি ভিত্তি দিয়েই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, আলোচনায় অংশ নেওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে বাস্তবসম্মত কোনো সমাধান আসছে না। তিনি মনে করেন, একটি বিশেষ মহলের প্রভাবে সরকার ‘শুভঙ্করের ফাঁকি’ তৈরি করছে। তার ভাষায়, “লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। আলোচনা হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না। এ কারণে আমরা আন্দোলনে আছি।”

তিনি আরও বলেন, জুলাই সনদে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের খসড়া কিছু মহলের প্রভাবে বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছিল। নির্বাচন হওয়ার আগে সেটি সংশোধন না হলে দেশ মহাবিপর্যয়ের মুখে পড়তে পারে। একইসঙ্গে তিনি দাবি করেন, সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের আগে গণভোটে অনুমোদন দিয়ে সাংবিধানিক আদেশে রূপান্তর করতে হবে।

বিকেলের সমাবেশে জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)–সহ সাতটি রাজনৈতিক দল অংশ নেয়। কেউ ৫ দফা, কেউ ৬ দফা বা ৭ দফা দাবি তুললেও মূল দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়ন এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন।

গোলাম পরওয়ারের দাবি, জরিপে দেখা গেছে প্রায় ৭০ শতাংশ জনগণ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে মত দিয়েছে। তাই তিনি গণভোটের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “জনগণ যদি পিআর চায়, আমাদের তা মেনে নিতে হবে। না চাইলে তারও গ্রহণযোগ্য সমাধান হতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ