• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতি শব্দটাই ধ্বংসের কারণ: ফরহাদ মজহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ, আটক- ২ যাত্রী,,,,দৈনিক ক্রাইম বাংলা ডিসেম্বরের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার শীর্ষ অভিযুক্তদের বিচার: চিফ প্রসিকিউটর,,,,দৈনিক ক্রাইম বাংলা দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণঅভ্যুত্থানে আ.লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে : আইন উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা/দৈনিক ক্রাইম বাংলা।। ঘাট ইজারার টোল চাওয়ায় জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।‌ আজিম উদ্দিন স্কুলে ৮৩ ব্যাচের বৃক্ষরোপন,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেব্রুয়ারিতে নির্বাচন—তা ইসিকে প্রধান উপদেষ্টা জানানো উচিত: সালাউদ্দিন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা


হোল্ডারকে হটিয়ে টেস্ট অলরাউন্ডার র্্যাংকিংয়েরয়ের শীর্ষে জাদেজা। দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩০১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১


খেলাধুলা ডেস্ক     ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা মোটেও ভালো কাটেনি ওয়স্টে ইন্ডিজের। তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারের পারফরম্যান্স ছিল আরও বাজে। যার প্রভাব পড়ল র‌্যাংকিংয়ে। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরির শীর্ষস্থান হারিয়েছেন হোল্ডার। বুধবার টেস্ট র‌্যাংকিংয়ের সপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যাতে দেখা যাচ্ছে, হোল্ডারকে হাটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে উঠে বসেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগে জাদেজার চেয়ে রেটিংয়ে অনেকটাই এগিয়ে ছিলেন হোল্ডার। কিন্তু এই সিরিজে এত বাজে খেললেন যে সব উলট-পালট হয়ে গেল। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১০ রান করার পাশাপাশি বল হাতে দুটি উইকেট নিয়েছেন হোল্ডার। যাতে ২৮ রেটিং পয়েন্ট হারিয়েছেন তিনি। ৩৮৪ রেটিং নিয়ে দুই নম্বরে নেমে গেছেন হোল্ডার। ৩৮৬ রেটিং নিয়ে সবার ওপরে জাদেজা। ২০১৭ সালের আগস্টের পর এই প্রথম অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে বসলেন ভারতীয় তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরা হওয়া কুইন্টন ডি কক দুই ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ের ১০ নম্বরে উঠে এসেছেন। ১৮ মাস পর সেরা দশে ঢুকলেন ডি কক। ব্যাটিংয়ের শীর্ষ পাঁচ জায়গায় পরবির্তন হয়নি। যথাক্রমে-স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, মার্নাস লাবুশানে, বিরাট কোহলি, জো রুট। বোলিংয়ে একধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন কাগিসো রাবাদা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন প্রোটিয়া তারকা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেওয়া কেশভ মহারাজ এগিয়েছেন তিনধাপ। বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচেও পরবর্তন নেই। সেরা পাঁচে যথাক্রমে- প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হ্যাজলউড ও নিল ওয়াগনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ