• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,, আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত,,,, পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত,,,, পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু,,, মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,, ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

স্ত্রী যৌতুকের টাকা না দেয়ায় ফুফু শাশুড়ী’কে নিয়ে উধাও স্বামী!দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর যৌতুকের টাকা না পেয়ে ফুফু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন স্বামী।

ঘটনাটি ঘটেছে উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, গজালিয়া ইউনিয়নের এক যুবক (৩৫) ২০০৯ সালে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন। বিয়ের পর পরই স্বামী যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করে নির্যাতন করতেন এবং বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্যে চাপ দিতেন। স্ত্রী যখন যা পারতেন বাবাকে বলে এনে দিতেন। তাদের ঘরে একে একে তিনটি সন্তান জন্ম নেয়। একটি ছেলে ও দুইটি মেয়ে। ছোট মেয়ের বয়স পাঁচ মাস।

শেষমেশ যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পরে স্ত্রীর ফুফুকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। স্ত্রীর ফুফুর আগের ঘড়ে একটি কন্যা সন্তান আছে সাত বছরের। স্ত্রীর ফুফুর স্বামী ঢাকা থাকে। তাকে তালাক নামা পাঠায় স্ত্রীর ফুফু।

এদিকে স্বামী ওই যুবক একটি উকিল নোটিশ পাঠায় আগের স্ত্রীর কাছে।

ওই যুবকের স্ত্রী বলেন, আমার এখন কি হবে? আমি কোথায় যাব? আমার এই তিনটি বাচ্চা নিয়ে কি করবো, আমার মাও বেঁচে নেই। তাই আমি সমাজের সবার কাছে এবং আইনের কাছে সঠিক বিচার চাই।

ওই যুবকের স্ত্রীর বাবা বলেন, আমি এই বিষয়টি নিয়ে ছেলের বাবার সঙ্গে কথা বলি। তিনি বলেছেন- আমি কিছু জানি না; তোমরা যা পারো করো।

স্বামী ওই যুবকের সঙ্গে যোগাযোগ করলে যৌতুকের টাকার কথা অস্বীকার করে বলেন, আমার যাকে ভালো লেগেছে আমি তাকেই বিয়ে করেছি।

এবিষয়ে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার প্রতিবেদককে বলেন, ওই ব্যাপারটি শুনেছি তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ