• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত দশমিনার কৃতিসন্তান যোবায়ের হোসেন আক্কাস/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছী আধায়পুর ইউনিয়নে হিন্দু বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও ১০ ভরি স্বর্ণালংকার লুট/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় হোটেলের ময়লা পানি ও টাংকির বর্জ্যে অতিষ্ট পর্যটকসহ এলাকাবাসী,,,দৈনিক ক্রাইম বাংলা মহিপুরে ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র সভা,,,,,দৈনিক ক্রাইম বাংলা হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা

নবাবগঞ্জে পলিসি উন্নয়ন এবং বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ে সমন্বয় সভা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৭৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

মঙ্গলবার (২৬ জুলাই) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা হলরুমে গ্রাম বিকাশ কেন্দ্র-জিবিকে কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের আওতায় পলিসি উন্নয়ন এবং বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মো: রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মো: এরফান আলী এবং গ্রাম বিকাশ কেন্দ্র-জিবিকে এর উপ-প্রধান নির্বাহী আমিনুল ইসলাম সহ আরএমটিপি প্রকল্প এলাকার ফল চাষী ও কীটনাশক ব্যবসায়ী।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক বলেন, ‘আমরা বীষমুক্ত নিরাপদ ফল উৎপাদন করবো, ল্যাবরেটরিতে পরিক্ষার পরে তা সনদপ্রাপ্ত ঘোষণা করবো এবং বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও প্রশিক্ষণ প্রদানের পরে প্রয়োজনীয় ঋণও প্রদান করা হবে।’
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ‘নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন ফল উৎপাদন হয়, উৎপাদিত ফল যদি নিরাপদ হয় এবং এক্সপোর্টের শর্ত যদি পুরন করতে পারি তাহলে এর মাধ্যম্যেও বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব এবং পাশাপাশি উদ্দ্যোক্তা তৈরি হবে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে”
সভায় শেষে কোবো টুলবক্সের মাধ্যমে হেয়াতপুর গ্রামের কৃষক রাজু আহমেদ এর তথ্য সংগ্রহ প্রক্রিয়া, আফতাবগঞ্জ গ্রামে বাবু নার্সারীর মালিক হাসিবুর রহমানের নার্সারী এবং মনোহরপুর গ্রামে জহিরুল ইসলামের বাগানে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ