মঙ্গলবার (২৬ জুলাই) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা হলরুমে গ্রাম বিকাশ কেন্দ্র-জিবিকে কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের আওতায় পলিসি উন্নয়ন এবং বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মো: রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মো: এরফান আলী এবং গ্রাম বিকাশ কেন্দ্র-জিবিকে এর উপ-প্রধান নির্বাহী আমিনুল ইসলাম সহ আরএমটিপি প্রকল্প এলাকার ফল চাষী ও কীটনাশক ব্যবসায়ী।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক বলেন, ‘আমরা বীষমুক্ত নিরাপদ ফল উৎপাদন করবো, ল্যাবরেটরিতে পরিক্ষার পরে তা সনদপ্রাপ্ত ঘোষণা করবো এবং বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও প্রশিক্ষণ প্রদানের পরে প্রয়োজনীয় ঋণও প্রদান করা হবে।’
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ‘নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন ফল উৎপাদন হয়, উৎপাদিত ফল যদি নিরাপদ হয় এবং এক্সপোর্টের শর্ত যদি পুরন করতে পারি তাহলে এর মাধ্যম্যেও বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব এবং পাশাপাশি উদ্দ্যোক্তা তৈরি হবে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে”
সভায় শেষে কোবো টুলবক্সের মাধ্যমে হেয়াতপুর গ্রামের কৃষক রাজু আহমেদ এর তথ্য সংগ্রহ প্রক্রিয়া, আফতাবগঞ্জ গ্রামে বাবু নার্সারীর মালিক হাসিবুর রহমানের নার্সারী এবং মনোহরপুর গ্রামে জহিরুল ইসলামের বাগানে