• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,, আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত,,,, পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত,,,, পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু,,, মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,, ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

উত্তাল বঙ্গোপসাগর! নিখোঁজ চারটি মাছ ধরা ট্রলার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩২ পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ফের উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। জেলেরা মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে শিববাড়িয়া নদীর দুই পাড়ে মৎস্য বন্দর আলীপুর মহিপুর আড়ৎ ঘাটে আশ্রয় নিয়েছে। শুক্রবার সকাল থেকে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। একই সাথে থেমে থেমে বৃষ্টিপাতের পাশাপাশি বাতাসের চাপ বেড়েছে অনেক। এদিকে এফ বি মামনি-৩, এফবি সাইফুল, এফ বি আল মামুন ও এফ বি কুলসুম নামের চারটি মাছ ধরা ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা।
এদিকে বিধ্বস্ত বাঁধ দিয়ে দুই দফা জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে গেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া, ধানখালী, চাম্পাপুর ইউনিয়নের গ্রামের পর গ্রাম। এর ফলে ওইসব গ্রামে এ বছর আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে দুর্ভোগে দিন কাটাচ্ছে ওইসব এলাকার বান ভাসি মানুষের এমনটাই জানিয়েছে স্থানীয়রা।
আবহাওয়া আফিস সূত্রে জানা গেছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিন্মচাপে পরিনত হয়েছে। তাই পায়রাসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
জেলেরা জানান,সাগর উত্তাল থাকায় শতশত মাছ ধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে। এসব ট্রলার মালিকরা দুই থেকে তিনলাখ টাকা জ্বালানী, বরফ ও খাদ্যসামগ্রী নিয়ে সাগরে গেলেও বিরূপ আবহাওয়ার কারনে বেশিরভাগ ট্রলার খালি ফিরে এসেছে। এতে কয়েক কোটি টাকা লোকসানের কবলে পড়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন,গত তিনদিন ধরে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ শিকারে যেতে পারছে না। তাই জেলেরা শতশত ট্রলার নিয়ে আলীপুর মহিপুর আড়ৎ ঘাটসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। তবে নিখোঁজ  ট্রলারের সন্ধান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ