• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর কলাপাড়ায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে ৭২ হাজার ৪৩০ শিশু উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি নাসির উদ্দিন পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা/দৈনিক ক্রাইম বাংলা।। সামছুউদ্দিন রাজুকে সভাপতি ও তারিকুল ইসলাম কে সম্পাদক করে গাজীপুর জেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র’র আংশিক কমিটি গঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রংপুরের তাসমিয়া জাতীয় যুব গেমসে রেকর্ড গড়লেন হাই জাম্পে/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১০ পঠিত
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

মেয়েকে খেলোয়াড় বানানো ইচ্ছা পূরণে দেশের যেখানেই মেয়ের প্রতিযোগিতা থাকে, সেখানেই ছুটে যান বাবা আফজাল হোসেন। বনানী আর্মি স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব গেমসে তাসমিয়া হোসেন হাই জাম্পে অংশ নেয়, পাশেই দাঁড়িয়ে তা দেখছিলেন বাবা আফজাল।

লাফ শেষ হতেই তাসমিয়াকে বুকে জড়িয়ে ধরেন আফজাল। বাবার চোখে তখন আনন্দের কান্না। প্রথমবার জাতীয় যুব গেমসে অংশ নিয়েই রেকর্ড গড়ে সোনা জিতেছে তাসমিয়া।

রংপুর বিভাগের হয়ে সোনা জিততে বিকেএসপির নবম শ্রেণির ছাত্রী তাসমিয়া লাফিয়েছে ১.৫২ মিটার। শোনা গেছে, যুব গেমসে মেয়েদের হাই জাম্পের আগের রেকর্ডটি ১.৩৪ মিটর। তবে সেই রেকর্ডের কোনো নথি ফেডারেশনে নেই। প্রথমবার জাতীয় যুব গেমসে অংশ নিয়েই রেকর্ড গড়ে সোনা জিতেছে তাসমিয়া এর আগে ২০২১ সালে জাতীয় জুনিয়র মিটে এই ইভেন্টে রুপা জেতে তাসমিয়া। সেবার সে লাফিয়েছিল ১.৩৬ মিটার।

এবার আরও বেশি উচ্চতায় লাফিয়ে খুশি তাসমিয়া, ‘আমি যুব গেমসের জন্য কঠোর অনুশীলন করেছি। শীতের মধ্যে ভোরবেলা উঠতে হতো অনুশীলনের জন্য। প্রথমে খুব কষ্ট হতো। কিন্তু পরে অভ্যাস হয়ে যায়। অবশেষে কষ্টের ফল পেয়ে ভালো লাগছে।’আশির দশকে নিয়মিত কাবাডি খেলতেন আফজাল। মেয়েকেও খেলোয়াড় বানানোর ইচ্ছা ছিল।

একমাত্র মেয়েকে শুরুতে রাগবি ও ক্রিকেট খেলতে পাঠিয়েছিলেন। কিন্তু তাসমিয়ার উচ্চতা (৫ ফুট সাড়ে সাত ইঞ্চি) দেখে রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ওয়ালিদা বেগম হাই জাম্পে অংশ নিতে পরামর্শ দেন। রংপুরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন আফজাল। ঢাকায় এসেছেন মেয়ের যুব গেমসের ইভেন্টগুলো সরাসরি দেখতে।

মেয়ে যে সোনার পদক জিতবেন, সেটা জানতেন। কিন্তু রেকর্ড গড়তে দেখে অবাকই হয়েছেন তিনি, ‘মেয়ের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাস ছিল। কিন্তু ও রেকর্ড গড়বে সেটা বুঝিনি। আমি খুব খুশি।’ বাংলাদেশের অ্যাথলেটিকসে হাই জাম্পে আশার আলো ছড়াচ্ছেন মাহফুজুর রহমান, উম্মে হাফসা রুমকি, রিতু আক্তাররা।

সর্বশেষ এস এ গেমসে ২০১৯ সালে নেপালে রুপা জেতেন মাহফুজুর। গত বছর ডিসেম্বরে জাতীয় অ্যাথলেটিকসে নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন রিতু আক্তার। তিনি লাফিয়েছিলেন ১.৭৫ মিটার। তাসমিয়া এবার এই রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন, ‘রিতু আপু এবার রেকর্ড গড়েছিল, সেটা আমি জানি। আমি এবার রিতু আপুর রেকর্ড ভাঙতে চাই। এসএ গেমসে সোনা জিততে চাই।’

এদিকে তার এই স্বর্ণপদক প্রাপ্তিতে বি কে এসপি‘র মহাপরিচালকসহ শিক্ষকবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তাসমিয়ার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ