• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

বাউফল হাসপাতালে নার্সদের যতো অনিয়ম অবহেলা চরমে অসহায় রোগীরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালের নার্সদের দায়িত্বে ভয়াবহ যতো অনিয়ম অবহেলা চরমে পৌঁছেছে। এতে ভোগান্তির শিকার হয়ে চিকিৎসা নিচ্ছেন সাধারণ রোগীরা। এটা যেন হাসপাতাল নয়, আস্ত একটা গারদে পরিনত হয়েছে।

মঙ্গলবার (১৪ই মার্চ) সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ ভোগান্তি চরমে পৌঁছেছে। আর নার্সদের অবস্থান যেন তারা বেড়াতে এসেছেন। তাই মনের আনন্দে দিন কাটছে তাদের। অসুস্থ শিশু রোগীরা যেন নার্সদের গলার কাটা হয়ে আছে।

ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা আনছার বিশ্বাস, শিপ্রা রানী, মাকসুদা বেগম সহ একাধিকরা জানান, হাসাপাতালে মানুষ কেন আসে, চিকিৎসা নিতে আসে। কিন্তু ডায়রিয়া হওয়ায় শিশুদের হাসপাতালে নিয়ে এসে এখন চরম বিপদে পড়েছি। নার্সদের কোনও ভ্রূক্ষেপই নেই। ঠিকমতো ওয়ার্ডে আসেনা, দেখেনা, ঔষধ দেয়না। কোনও রকম একটা স্যালাইন হাতে লাগিয়েই তারা লাপাত্তা হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা চলে গেলেও একবার এসে দেখে না। হাসপাতাল থেকে কোনও প্রকার ঔষধ দেয়না। সব ঔষধপাতি বাইরে থেকে কিনে আনতে হয়। তা ঠিকমতো সঠিক সময়ে প্রয়োগও করেননা।

তারা আরও জানান, বেডবিছানা ঠিকমতো দেয়না। হাসপাতালে একছের মশা, তারা ঠিকমতো মশারি পর্যন্ত দেয়না। আবার তাদের ডেকে আনতে গেলে বা কোনও সমস্যার কথা বলতে গেলে তারা বকাঝকা করেন, আবার আসছি বলে ঘন্টা পার হয়ে গেলেও আসেনা। যেন হাসপাতালে আমরা ও শিশুরা চিকিৎসা নিতে এসে আরেক বিপদে পড়েছি। এ হাসপাতাল যেন হাসপাতাল নয় বরং একটা গারদখানায় পরিনত হয়েছে।

এদিকে অন্য অন্য ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, ভাইরে এ কোথায় আসলাম চিকিৎসা নিতে, যেন আমরা তাদের কাছে অসহায় হয়ে পড়েছি। নার্সরা যেমন খুশি তেমনই করে যাচ্ছেন। তাদের কোনও সেবা যত্নই যেন রোগীদের জন্য নয়। রোগী আছে না মরছে তার কোনও খোঁজখবরই তাদের নেই। ডাকতে গেলে তাও আবার বকাঝকা রাগারাগি করে। বাচ্চাদের ক্যানালা দিয়ে রক্ত বের হয়ে পড়লে তাদের বললে তারা রাগান্বিত হয়ে যায়। ঠিকমতো বেডবিছানা ও মশারি দেয়না। রাতে মশায় কামড়ায় ঘুমাতে পারিনা। আর কোনও ঔষধপাতি নার্সরা হাসপাতাল থেকে দেয়না। সব কিছু বাইরে থেকে কিনে আনতে হয়। মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাবে। কিন্তু এই হাসপাতালে আসলে সুস্থ মানুটাও তার মরন নিয়ে বাড়ি ফিরে। এ কেমন হাসপাতাল, এ কেমন নার্স ডাক্তার।

নাম না বলা শর্তে একাধিকরা জানান, হাসপাতালে কোনও নিয়ম নীতি নেই। যার যেমন খুশি তেমনই করে যাচ্ছেন। চিকিৎসার নামে রোগীদের নিয়ে তামাশা চলছে এ হাসপাতালে। আর তারা হাসপাতাল থেকে ঔষধ দিবে কিভাবে রোগীদের, ঔষধ হাসপাতালে আসামাত্রই বাইরে বিক্রি করে ফেলেন। আর নার্সদের কথা নাইবা বললাম।

এপ্রসঙ্গে বাউফল হাসপাতাল নার্সদের ইনচার্জ প্রতিবেদকের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি।

এব্যাপারে বাউফল হাসপাতাল পরিচালক ডাঃ পিকে সাহা প্রতিবেদককে বলেন, এব্যাপারে আমরা অবগত হয়েছি। যা মাসিক মিটিংয়ে নার্সদের বারবার সর্তক করা হচ্ছে। এবিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে পটুয়াখালী সিভিল সার্জন প্রতিবেদককে বলেন, নার্স মানেই সেবাদানকারী। সেখানে অবহেলা অনিয়ম কিছুতেই মেনে নেওয়া যায় না। এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ