• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

ঘোড়াঘাটে ভূয়া লাইসেন্সে সংযোগ নেয়ার চেষ্টা আটকে দিলো প্রশাসন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৬১ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

অন্যের নামে থাকা লাইসেন্স এডিট করে ভূয়া লাইসেন্স তৈরি! অতঃপর সেই ভূয়া লাইসেন্স দিয়ে অগভীর নলকূপের বিদ্যুতিক সংযোগ নেয়ার চেষ্টা। এমন ঘটনা ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়।

স্থানীয় এক ব্যক্তি চলতি মাসের প্রথম সপ্তাহে উপজেলা সেচ কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এমন অভিযোগ দিলে সেচ কমিটির মতামত ছাড়া বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন ইউএনও রাফিউল আলম।

অভিযোগ থেকে জানা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার এসকে বাজার গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে রাসেল মিয়া তার অগভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ পাবার জন্য দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ঘোড়াঘাট জোনাল অফিসে আবেদন করে। নিয়ম মেনে আবেদনের সাথে তিনি উপজেলা সেচ কমিটি থেকে প্রাপ্ত নলকূপের একটি লাইসেন্সের অনুলিপিও জমা দেন। তবে লাইসেন্সটি ভূয়া। অন্যের নামে থাকা লাইসেন্স কম্পিউটারে এডিট করে নাম ও তথ্য পরিবর্তন করা হয়েছে।

লাইসেন্সের অনুলিপিতে দেখা যায় ঘোড়াঘাট পৌর এলাকার চৌখন্ডি মৌজার ২১ নাম্বার খতিয়ানের ৪৩৯ দাগ নাম্বারে ৭৫ কিউসেক সাইজে অগভীর নলকূপের লাইসেন্স এটি। গত ২০২২ সালের ২৩ মে লাইসেন্সটি প্রদান করা হয়েছে। লাইসেন্সটিতে উপজেলা সেচ কমিটির সভাপতি ও সদস্য সচিবের স্বাক্ষরও রয়েছে।

রাসেল মিয়ার লাইসেন্সটি ভূয়া কিনা! জানতে ঘোড়াঘাট উপজেলা বিএডিসি’র কার্যালয়ে গেলে কারো দেখা পাওয়া যায়নি। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর এবং বিদ্যুৎ সংযোগের আবেদনকারী রাসেল মিয়ার মোবাইল নাম্বারে কয়েকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ঘোড়াঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আলিম বলেন, ‘রাসেল নামের এক ব্যক্তি একটি লাইসেন্সের অনুলিপি সহ বিদ্যুৎ সংযোগ পাবার জন্য আমাদের কাছে আবেদন করেছিলো। তবে উপজেলা সেচ কমিটির পক্ষ থেকে সংযোগ না দেওয়ার জন্য আমাদের কাছে চিঠি পাঠানো হলে আমরা সংযোগটি দেইনি।’

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে আমাদের মতামত ছাড়া সংযোগ না দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপর দিকে রাসেল মিয়া নামের ওই ব্যক্তিকে তার আসল লাইসেন্সের কপি উপস্থাপন করার জন্য বলা হয়েছে। সে যদি তার বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় এবং যদি প্রমাণিত হয় যে লাইসেন্সটি ভূয়া, সেখানে আমাদের স্বাক্ষর নকল করা হয়েছে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ