• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমতলীতে প্রভাবশালীদের জোর করে সম্পত্তি দখল অতঃপর থানায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত আবহাওয়ার পূর্বাভাসে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বর্ষণ কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক,,,,দৈনিক ক্রাইম বাংলা আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে রপ্তানি আয় বাড়লেও বাজার সমপ্রসারণে ব্যর্থতা: বিশেষজ্ঞদের উদ্বেগ বদলগাছীতে ইউপি সদস্যের বিরুদ্ধে একতরফা ভাবে সালিশ করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

বঙ্গবন্ধুর নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা : তোফায়েল/d.c.b

রিপোর্টার: / ১২০ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

ভোলা, ২৬ মার্চ, ২০২৩ () : বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকের আমাদের এই স্বাধীনতা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম।
আজ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের বাংলা স্কুল মাঠের ভাষাণী মঞ্চে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই গ্রামে গ্রামে ঘরে ঘরে আওয়ামী লীগের নেতৃত্বে দূর্গ গড়ে তুলতে হবে। শপথ করতে হবে, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো এবং যারা ষড়যন্ত্রকারী তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব।
জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
পরে স্বাধীনতা দিবসের একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে মিলিত হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংঠনটির নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ