• রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

বাউফলে গভীর রাতে তরমুজ চাষির সর্বনাশ, চোর ডাকাতদের উৎপাদ চরমে/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৪০ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার চর কালাইয়া, শৌলা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে চোর ডাকাত চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের সদস্যরা। এতে সর্বস্ব হারাচ্ছে তরমুজ চাষিরা। দিনরাত নির্ঘুম হয়েও জিম্মির মুখে কাটছে তরমুজ চাষিরা। স্থানীয় প্রশাসনের যেন নেই কোনও নজরদারি। যার ফলে দুরদুরান্ত থেকে তরমুজ চাষ করতে আসা তরমুজ চাষিরা শঙ্কায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শনিবার (২৫শে মার্চ) দিবাগত গভীর রাতে চর কালাইয়া মৌজার তরমুজ চাষির ক্ষেত থেকে তরমুজ চুরি ও ডাকাতি করার সময় হাতেনাতে ২জনকে তরমুজ চাষিরা আটক করেছে। এসময় ১৮৪ পিচ তরমুজ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬শে মার্চ) বেলা এগারোটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ২জন চোর তরমুজ চাষিরা আটক করে রেখেছেন। এবং ১৮৪ পিচ তরমুজ উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছেন।

এসময় তরমুজ চাষি রাসেল শরীফ, সোহেল শরীফ, আনোয়ার প্যাদা সহ একাধিকরা জানান, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা দুরদুরান্ত থেকে এসে পেটের দায়ে তরমুজ চাষ করছি। ফলনও ভালো হয়েছে। কিন্তু আমরা সবসময়ই নিরাপত্তাহীনতায় ভুগছি। রাতের গভীরে কেউ চোর সেজে কেউ বা আবার ডাকাতির মতো ঘটনা ঘটিয়ে হুমকি ধামকি দিয়ে বড় বড় তরমুজ গুলো কেটে নিয়ে যাচ্ছে। সকাল হলেই উঠে দেখি ক্ষেত ফাকা বা বড় বড় তরমুজ গুলো লাপাত্তা হয়ে গেছে। এব্যাপারে প্রশাসন অবগত থাকলেও কোনও প্রকার ব্যবস্থা নিচ্ছেন না।

তারা আরও জানান, শনিবার দিবাগত গভীর রাতে একদল তরমুজ কেটে নিয়ে যাচ্ছে এমন একদল চোর ডাকাতকে আমরা হাতেনাতে আটক করেছি। এসময় ২ জনকে আটক করে রাখা হয়েছে। এবং ১৮৪ পিচ তরমুজ উদ্ধার করা হয়। পরে তা স্থানীয় চেয়ারম্যান মনির মোল্লার নির্দেশে ছেড়ে দেওয়া হয়। কারন তিনি এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

নাম না বলা শর্তে একাধিকরা জানান, চোর ডাকাত চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্যদের উৎপাতে অতিষ্ঠ তরমুজ চাষিরা। যার কারণে অনেকেই মুখ খুলতে চান না। অনেকেই আছেন চাপের মুখে। কালাইয়া, চর কালাইয়া ও শৌলা এলাকায় রয়েছে এই চোর ডাকাত চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্যরা। যারা আজকে লক্ষ লক্ষ ও কোটি কোটি টাকার মালিক। অনেকেরই একসময় নুন আনতে পান্তা ফুরাতো। সাধারণ মানুষ গরু মহিষ নিয়েও রয়েছে হুমকির মুখে। যা দুই এক বছরের মধ্যে শত শত গরু মহিষ খুইয়ে সর্বস্ব হারিয়ে একাধিক সাধারণ মানুষ। এ অঞ্চল যেন চোর ডাকাতদের নিরাপত্তা স্থান।

এব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন শরীফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তরমুজ চাষিদের ব্যাপারে আমাদেরই সোচ্চার হয়ে নিরাপত্তা দিতে হবে। আর আজকে যে চোর সহ তরমুজ উদ্ধার করা হয়েছে। তা চেয়ারম্যান সাহেবের নির্দেশে চোরদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ মনির মোল্লা ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এব্যাপারে স্থানীয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, এব্যাপারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ