তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার গোগা বলফিল্ড মাঠ থেকে এ চালানটি উদ্ধার করা হয়।
২১ বিজিবি গোগা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান, গোপন খবর আসে, পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান রুপা এনে গোগা বলফিল্ড মাঠে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ কেজি রুপা উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।