• বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

বরিশালের চরামদ্দি’তে রাতের আধারে দোকান ঘর ভেঙ্গে জমি জবর দখলের চেষ্টা ! দেড় লাখ টাকার মালামাল লুট/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৬২ পঠিত
আপডেট: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার ।।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে রাতের আধারে দোকান ঘর ভেঙ্গে জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দি গ্রামের সেকান্দার স্কুল মাঠ সংলগ্নে গতো ১৪ই এপ্রিল (শুক্রুবার) রাতে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগিরা অভিযোগ করেছেন। অভিযোগে জানাগেছে, উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দি গ্রামের সেকান্দার স্কুল সংলগ্ন ওই গ্রামের মৃতঃ আব্দুল লতিফ খাঁনের ছেলে ইঞ্জিনিয়ার জাকির খাঁনের ১টি টিনশেড দোকানঘর রয়েছে। ওই দোকানঘরের জমিটি জেএল ১০০নং মৌজার ৫৭৪২ নং দাগের ৫৭৪ খতিয়ানের জমি নিয়ে জাকিরের সাথে প্রতিবেশী মৃতঃ ওহাব খাঁনের ছেলের ঘরের নাতী, নাঈম ফকির, জহির খাঁন, জিহান খাঁন ও মৃতঃ মজিদ খাঁনের ছেলে আতিকুর রহমান খাঁনের সাথে দীর্ঘদিন বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গতো ১৪ই এপ্রিল রাত ১টার সময় অজ্ঞত ৪-৫ জন সন্ত্রাসীদের নিয়ে জাকির খাঁনের দোকান ঘরটি ভেকু মেশিনের সাহায্যে ভেঙ্গে ফেলে এবং দোকানে থাকা প্রায় ১লাখ ৩৭০০০ হাজার টাকার মালামালসহ নগদ প্রায় ৩৫০০০ টাকা নিয়ে যায়। সেদিন রাতে ওই এলাকার লোকজন ঘর ভাঙ্গার বিষয়টি টের পেলে সন্ত্রাসীরা টাকা পয়শাসহ অনেক মালামাল নিয়ে যায়। এ বিষয়ে জমির মালিক (ক্রয়সুত্রে) ইঞ্জিনিয়ার জাকির খাঁন বলেন, আমি বিগত কয়েক বছর আগে আমার গ্রামের প্রতিবেশি মৃতঃ ওহাব খাঁনের মেয়ে জাহানারা বেগম ও ওহাব খাঁনের নাতীর কাছ থেকে জেএল ১০০নং মৌজার ৫৭৪২ নং দাগের ৫৭৪ খতিয়ানে মোট সাড়ে ১৫ শতাংশ জমি ক্রয় করি। যারা আমার দোকানপাট ভাংচুর করছে তাদের সাথে আমার কোনো পুরনো বিরোধ নেই।তারপরও কেনো তারা রাতের আধারে আমার দোকানঘরটি ভেঙ্গে ফেললো এবং মালামালসহ প্রায় দেড়-দুই লাখ টাকা লুট করে নিলো আমি জানিনা। বিষয়টি আমি বাকেরগঞ্জ থানায় হাজির হয়ে লিখিতভাবে অভিযোগ করেছি। এসময় তিনি আরও বলেন, আমি এই সন্ত্রাসী কর্মকান্ডের স্বীকার হয়েছি এমনকি আমাকে মেরে ফেলার জন্য সন্ত্রাসীরা দা, বটি নিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুড়ে বেরায়। আমি আইনের প্রতি শ্রদ্বাশিল হয়ে এর সুষ্ঠ বিচার দাবি করছি। এ বিষয়ে আতিকুর রহমান খাঁনের সাথে কথা বলতে তাকে (০১৩০১—–২৬২) নাম্বারে ফোন করলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ফোন রিসিভ করেননী। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি শুনেছি এবং অভিযোগ পেয়ে ঘটনাস্থানে ফোর্স পাঠিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যদি সত্যতা পাওয়া যায় তাহলে আসামীদের বিরুদ্বে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ