পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে, নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার জন্য ০৭ টি ফিশিং বোট সহ ৫৩ জন জেলে আটক।
‘অভায়শ্রম রক্ষা অভিযান-২০২৩’ বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২২ জুন ২০২৩ রাত ২১৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভায়শ্রম রক্ষা অভিযান-২০২৩ বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান, পিও এর নেতৃত্বে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন আন্দারমানিক নদী মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে সমুদ্র হতে মাছ শিকার করে আসা ০৭ টি ফিশিং বোট জব্দ করা হয়। এসময় জব্দকৃত বোটগুলো তল্লাশি করতঃ ২৫,০০,০০০ ( পঁচিশ লক্ষ) মিটার সুতার জাল ও ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ (ইলিশ, চিংড়ি, পোয়া, কোরাল, লইট্যা, তুলার দাঁড়ি) ৫৩ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা মেরিন ফিশারী কর্মকর্তা, কলাপাড়া মোঃ আশিকুর রহমান কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে ৪৩,০০০ টাকায় বিক্রয় করা হয়। এছাড়া, আটককৃত জেলেদের ৪৩,০০০ টাকা জরিমানা করে বোট ও জালসহ ভবিষ্যতে এরূপ নিষেধাজ্ঞা অমান্য করবে না এ মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।