• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,, আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত,,,, পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত,,,, পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু,,, মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,, ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

কলাপাড়ায় শের-ই বাংলা নৌঘাঁটির কমিশনিং উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৪৮ পঠিত
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩

মোঃ নাহিদুল হক।।

পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নাবিকদের প্রশিক্ষন ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাঁটি বানৌজা  শের-ই বাংলা নৌঘাঁটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় গন-ভবন থেকে এর উদ্বোধন করা হয়। এতে খুলনা শীপইয়ার্ড  লিমিটেডের নির্মিত ৪টি পেট্রোল ক্রাফট ও ৪টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি কমিশিনিং করলেন প্রধানমন্ত্রী। খুলনা শিপইয়ার্ডে পেট্রোল ক্রাফট স্কোয়াড্রোন এর ৪ টি যুদ্ধ জাহাজ বানৌজা শহীদ দৌলত,শহীদ ফরিদ,শহীদ
মহিবুল্যাহ শহীদ আখতারউদ্দিন । ৪টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) বানৌজা ডলফিন, তিমি, টুনা,ও পেঙ্গুইন এর কমিশনিং করা হয়। এর মধ্য দিয়ে জাহাজ সমূহ নৌবাহিনীতে আনুষ্ঠানিক ভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করবে। এতে পায়রাবন্দর সহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় ওই ঘাঁটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌসদস্যদের যুগোপযোগী প্রশিক্ষন কার্যক্রম পরিচালনায় কার্যকর ভ’মিকা পালন করবে। এছাড়া সামুদ্রিক সম্পদ রক্ষায় বিশেষ করে উপকূলীয় এলাকায় দেশীও বিদেশী ব্যবসা
বানিজ্য,মানবপাচার রোধ, জলদস্যুতা ও মাদক পাচার রোধ এবং নিরাপত্তা ব্যবস্থা জোড়দার সহ  ওই এলাকায় একটি বিশেষায়িত ও স্থায়ী  ঘাঁটির  গুরুত্ব বিবেচনায় ”ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে এ ঘাঁটি নির্মানের উদ্যোগ নেয়া হয়। প্রধানমন্ত্রী বানৌজা শের-ই বাংলা ঘাঁটিতে ভিডিও কনফারেন্সে সংয়ুক্ত হলে নৌ-বাহিনীর প্রধান এডমিরাল এম শাহিন ইকবাল তাঁকে স্বাগত জানান। এসময় বানৌজা শের-ই বাংলার একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব প্রদান করেন।
২০১৩ সালের ১৯ নভেম্বর বানৌজা শের-ই বাংলা ঘাঁটির নামফলক উন্মেচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল , পায়রা বন্দও কর্তৃপক্ষ সহ নৌবাহিনীর কর্মকর্তা,সংসদ সদস্য ,জেলা প্রশাসন ,উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা , শহীদ পরিবারের সদস্যগন, রাজনীতিবিদগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ