পটুয়াখালীর বাউফলে থানার পুলিশ সদস্য মোঃ তৌহিদুল ইসলাম ট্রাক চাপায় মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে ঘাতক ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আটক হয়েছে।
বুধবার (১২ই জুলাই) রাত ৯টার সময় বাউফল পৌরসভার কুন্ডুপট্টিস্থাহ কালাইয়া-বাউফল সড়কে এ দূর্ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, কালাইয়া থেকে মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৭৫৩৯) বরিশালের পথে যাত্রা করলে পথিমধ্যে থানার অদূরে কুন্ডুপট্টি এলাকায় হোন্ডার সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হন হোন্ডা চালক পুলিশ সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম ( ৪৫)। ট্রাকের চাকায় চাপা পড়ে তার হাত চুন-বিচূর্ণ হয়।
এসময় তাকে চিকিৎসার জন্য প্রথমে বাউফল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ঘাতক ড্রাইভার কে আটক করা হয়েছে এবং ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।