বরগুনার ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি বরগুনা জেলার লক্ষ লক্ষ মানুষকে পরিবহন সেবা দিয়ে আসছে। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে গাড়ি চলাচল করার কারণে মালিক ও শ্রমিকগণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রন্থ হচ্ছে। এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে।
এছাড়াও পটুয়াখালীর সুবিদখালী সড়কে সুবিদখালী বাস মালিক সমিতি কতৃক চাদাঁবাজি সহ চার দফা দাবী জানান বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। চার দফা দাবীগুলো হলো-
১) বরিশাল-বরিশাল-ভায়া-চান্দখালী-
যাত্রী চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২) শুধুমাত্র বাস শিল্প নয়, সকল ছােট বড় যাত্রী টানা গাড়িসমূহুকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের ব্যবস্থা গ্রহনকল্পে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরােধ থাকবে।
৩) বরগুনা-নিশানবাড়ীয়া-বরগুনা-বে
৪) পটুয়াখালী-খেপুপাড়া রাস্তায় মােট ৫২টি গাড়ী চলাচল করে। এর মধ্যে পটুয়াখালী ৪২টি, বরগুনা সমিতির ১০টি। বরিশাল-কুয়াকাটা সড়কে মােট ১৮টি গাড়ী চলাচল করে এর মধ্যে পটুয়াখালী-৭টি, বরিশাল-৬টি, বরগুনা-৫টি । তালতলী-বরিশাল রুটে মােট ১৮টি গাড়ি চলাচল করে এর মধ্যে পটুয়াখালী-৬টি, বরিশাল- ৫টি, বরগুনা-৭টি গাড়ী চলাচল করে। উল্লেখ্য যে, উক্ত রাস্তার ১০০ কিঃ মিঃ এর মধ্যে বরগুনা সমিতির ৫০ কিঃ রাস্তা রয়েছে। রাস্তার হিস্যায় উক্ত রাস্তায় বরগুনা সমিতি আরও ২৫টি গাড়ীর প্লাই পাবে।
এই চার দফা দাবী আগামী ৩ (তিন) দিনের মধ্যে সমাধান করা না হলে, বরগুনা সমিতির মালিকগণ সকল রুটে গাড়ী চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।
You cannot copy content of this page