• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ‘সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত,,, রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বর,,, বিএনপির ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ, নেই রুমিন ফারহানার নাম—কারণ কী?,,, একক নয়, জোটবদ্ধভাবেই জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান,,, তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ,,, কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ, পরিবহনকে জরিমানা,,, গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত জানতে চায় সরকার,,, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এফডিআইয়ে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি,, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত,, ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৪৭,,,

৪ দফা দাবী না মানলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করবে বাস ও মিনিবাস মালিক সমিতি বরগুনা।

রিপোর্টার: / ৩৮৯ পঠিত
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
দিনের মধ্যে পটুয়াখালীর সুবিদখালী সড়কে সুবিদখালী বাস মালিক সমিতি কতৃক চাদাঁবাজি বন্ধ না করলে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট করবে বরগুনা বাস মালিক সমিতি। বরগুনা সাংবাদিক ইউনিয়নে সাংবাদিক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।
শনিবার (২০ জুন) বেলা এগারোটায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

বরগুনার ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি বরগুনা জেলার লক্ষ লক্ষ মানুষকে পরিবহন সেবা দিয়ে আসছে। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে গাড়ি চলাচল করার কারণে মালিক ও শ্রমিকগণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রন্থ হচ্ছে। এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে।

এছাড়াও পটুয়াখালীর সুবিদখালী সড়কে সুবিদখালী বাস মালিক সমিতি কতৃক চাদাঁবাজি সহ চার দফা দাবী জানান বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। চার দফা দাবীগুলো হলো-

১) বরিশাল-বরিশাল-ভায়া-চান্দখালী-সুবিদখালী-মির্জাগঞ্জ-কাঠালতলী-বাকেরগঞ্জ রুটে সরাসরি গাড়ি চলাচল বন্ধ রয়েছে সুবিদখালী-পটুয়াখালী মিনিবাস সমিতির নিজস্ব দ্বন্দ্বের কারনে। এ ব্যাপারে বরিশাল, বরগুনা ও পটুয়াখালী মালিক সমিতির প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতগতিতে
যাত্রী চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২) শুধুমাত্র বাস শিল্প নয়, সকল ছােট বড় যাত্রী টানা গাড়িসমূহুকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের ব্যবস্থা গ্রহনকল্পে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরােধ থাকবে।

৩) বরগুনা-নিশানবাড়ীয়া-বরগুনা-বেতাগী সড়কে চলাচলরত সকল পরিবহন সময়সূচীর সাথে ছােট ছােট যাত্রী টানা গাড়ি সমূহের সময়সূচী আইন বাস্তবায়ন ও আইন দ্রুত বাস্তবায়ন।

৪) পটুয়াখালী-খেপুপাড়া রাস্তায় মােট ৫২টি গাড়ী চলাচল করে। এর মধ্যে পটুয়াখালী ৪২টি, বরগুনা সমিতির ১০টি। বরিশাল-কুয়াকাটা সড়কে মােট ১৮টি গাড়ী চলাচল করে এর মধ্যে পটুয়াখালী-৭টি, বরিশাল-৬টি, বরগুনা-৫টি । তালতলী-বরিশাল রুটে মােট ১৮টি গাড়ি চলাচল করে এর মধ্যে পটুয়াখালী-৬টি, বরিশাল- ৫টি, বরগুনা-৭টি গাড়ী চলাচল করে। উল্লেখ্য যে, উক্ত রাস্তার ১০০ কিঃ মিঃ এর মধ্যে বরগুনা সমিতির ৫০ কিঃ রাস্তা রয়েছে। রাস্তার হিস্যায় উক্ত রাস্তায় বরগুনা সমিতি আরও ২৫টি গাড়ীর প্লাই পাবে।

এই চার দফা দাবী আগামী ৩ (তিন) দিনের মধ্যে সমাধান করা না হলে, বরগুনা সমিতির মালিকগণ সকল রুটে গাড়ী চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ