• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর,,,, দৈনিক ক্রাইম বাংলা বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের,,,,,দৈনিক ক্রাইম বাংলা বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। সংবাদ প্রকাশের একদিন পর প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি জায়গায় পুকুর খনন/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছি উপজেলা ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাবি’র জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা এবার বাংলাদেশে আসছে দূষণ পরিমাপক যন্ত্র, চুক্তি সই,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে,,,,দৈনিক ক্রাইম বাংলা


৪ দফা দাবী না মানলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করবে বাস ও মিনিবাস মালিক সমিতি বরগুনা।

রিপোর্টার: / ৩২৬ পঠিত
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২০


মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
দিনের মধ্যে পটুয়াখালীর সুবিদখালী সড়কে সুবিদখালী বাস মালিক সমিতি কতৃক চাদাঁবাজি বন্ধ না করলে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট করবে বরগুনা বাস মালিক সমিতি। বরগুনা সাংবাদিক ইউনিয়নে সাংবাদিক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।
শনিবার (২০ জুন) বেলা এগারোটায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

বরগুনার ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি বরগুনা জেলার লক্ষ লক্ষ মানুষকে পরিবহন সেবা দিয়ে আসছে। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে গাড়ি চলাচল করার কারণে মালিক ও শ্রমিকগণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রন্থ হচ্ছে। এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে।

এছাড়াও পটুয়াখালীর সুবিদখালী সড়কে সুবিদখালী বাস মালিক সমিতি কতৃক চাদাঁবাজি সহ চার দফা দাবী জানান বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। চার দফা দাবীগুলো হলো-

১) বরিশাল-বরিশাল-ভায়া-চান্দখালী-সুবিদখালী-মির্জাগঞ্জ-কাঠালতলী-বাকেরগঞ্জ রুটে সরাসরি গাড়ি চলাচল বন্ধ রয়েছে সুবিদখালী-পটুয়াখালী মিনিবাস সমিতির নিজস্ব দ্বন্দ্বের কারনে। এ ব্যাপারে বরিশাল, বরগুনা ও পটুয়াখালী মালিক সমিতির প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতগতিতে
যাত্রী চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২) শুধুমাত্র বাস শিল্প নয়, সকল ছােট বড় যাত্রী টানা গাড়িসমূহুকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের ব্যবস্থা গ্রহনকল্পে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরােধ থাকবে।

৩) বরগুনা-নিশানবাড়ীয়া-বরগুনা-বেতাগী সড়কে চলাচলরত সকল পরিবহন সময়সূচীর সাথে ছােট ছােট যাত্রী টানা গাড়ি সমূহের সময়সূচী আইন বাস্তবায়ন ও আইন দ্রুত বাস্তবায়ন।

৪) পটুয়াখালী-খেপুপাড়া রাস্তায় মােট ৫২টি গাড়ী চলাচল করে। এর মধ্যে পটুয়াখালী ৪২টি, বরগুনা সমিতির ১০টি। বরিশাল-কুয়াকাটা সড়কে মােট ১৮টি গাড়ী চলাচল করে এর মধ্যে পটুয়াখালী-৭টি, বরিশাল-৬টি, বরগুনা-৫টি । তালতলী-বরিশাল রুটে মােট ১৮টি গাড়ি চলাচল করে এর মধ্যে পটুয়াখালী-৬টি, বরিশাল- ৫টি, বরগুনা-৭টি গাড়ী চলাচল করে। উল্লেখ্য যে, উক্ত রাস্তার ১০০ কিঃ মিঃ এর মধ্যে বরগুনা সমিতির ৫০ কিঃ রাস্তা রয়েছে। রাস্তার হিস্যায় উক্ত রাস্তায় বরগুনা সমিতি আরও ২৫টি গাড়ীর প্লাই পাবে।

এই চার দফা দাবী আগামী ৩ (তিন) দিনের মধ্যে সমাধান করা না হলে, বরগুনা সমিতির মালিকগণ সকল রুটে গাড়ী চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page