• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর কলাপাড়ায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে ৭২ হাজার ৪৩০ শিশু উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি নাসির উদ্দিন পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা/দৈনিক ক্রাইম বাংলা।। সামছুউদ্দিন রাজুকে সভাপতি ও তারিকুল ইসলাম কে সম্পাদক করে গাজীপুর জেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র’র আংশিক কমিটি গঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রোহিঙ্গা প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৫৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিটে বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আবদুল মোমেন। গত সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীদের এই রিট্রিট অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। বিমসটেকের মহাসচিব ও পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেন। এ সময় তারা বিমসটেকের কলাকৌশল আরও জোরদার করতে নিবিড় আলোচনা করেন। এছাড়াও বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক সংকটের অভিন্ন উদ্বেগগুলো নিয়ে তারা মতবিনিময় করেন। তারা যখন বিমসটেক সম্পর্কিত আলোচনা করেন, তখন এই জোটের বাইরের অংশীদার কেমন হবে, সেদিকে তারা আলোকপাত করেন। ইমিনেন্ট পারসন’স গ্রুপ প্রতিষ্ঠাসহ নিয়মিতভাবে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিট আয়োজনের প্রতি জোর দেন তারা। ১৯৯৬ সালে যখন বিমসটেক প্রতিষ্ঠা করা হয়, তখন এ জোটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা স্মরণ করেন বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা। জোটের বাইরের অংশীদারদের ধারণা, ইমিনেন্ট পারসন’স গ্রুপ ও নিয়মিত বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিট আয়োজনে সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশ। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিটের আয়োজনেও আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রতিবছর একটি রিট্রিট আয়োজনেও সম্মত হয়েছেন বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা। জনস্বাস্থ্য মহামারি, প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ সহায়তা ও মানবিক সংকটের মোকাবিলায় একটি জরুরি ত্রাণ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এশীয় মানবিক সহায়তা কেন্দ্রের (এএইচএ) মতো বিমসটেকও প্রতিষ্ঠান গড়তে বলে মত দিয়েছে ঢাকা। মহামারিতে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট সিস্টেম বা অর্থ লেনদেন ব্যবস্থা চালু, বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তির প্রাথমিক সিদ্ধান্ত, নার্সিং ও পর্যটনের সর্বোচ্চ চর্চা এবং বিশ্ববিদ্যালয় ডিগ্রির স্বীকৃতির প্রতিও জোরদেন আবদুল মোমেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আলোচনায় জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবিলায় বিমসটেক দেশগুলোর সরব হওয়ার প্রতিও জোর দেন তিনি। সমৃদ্ধি ও উন্নয়ন বজায় রাখতে বিমসটেক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিও আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী। এজন্য মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ তৈরির প্রতিও আহ্বান জানান তিনি। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধে সমন্বিত পদক্ষেপ নিতে সদস্য দেশগুলোর মনোযোগ আকর্ষণ করেন আবদুল মোমেন। এছাড়াও মাদক ও মানবপাঁচার বন্ধে বিমসটেক দেশগুলোকে জোরালো পদক্ষেপ নিতে আহ্বান জানান বাংলাদেশের এই শীর্ষ কূটনীতিক। বিমসটেক অঞ্চলে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন আবদুল মোমেন। বিমসটেক রিট্রিট সফলভাবে শেষ হওয়ার পর ব্যাংককে গভর্নমেন্ট হাউজে থাই প্রধানমন্ত্রী প্রেদ্যুত চান-ও-চার সঙ্গেও দেখা করেন তিনি। বৈঠকের ফাঁকে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন আবদুল মোমেন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমসটেক হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী সাত দেশের একটি জোট। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে গঠিত হয় এ জোট। সদস্য দেশগুলোর মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। সেগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং অন্য দুটি দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার ও থাইল্যান্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ